Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট
৩ নভেম্বর ২০২৩ ১৩:২৭ | আপডেট: ৩ নভেম্বর ২০২৩ ১৫:৪৫

ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সীতাকুণ্ডে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

শুক্রবার (৩ নভেম্বর) ভোরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কালুশাহ বাইপাস মোড়ে এ দূর্ঘটনা ঘটে।

নিহত দুইজন হলেন- মনির চৌধুরী (৪০) ও জিয়াউর রহমান (৪০)।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ সারাবাংলাকে জানান, ভোরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এর মধ্যে একজন ওই গাড়ির যাত্রী ও আরেকজন পথচারী। গাড়িটি বেপরোয়া গতিতে চলছিল বলে প্রাথমিক তদন্তে প্রমাণ পাওয়া গেছে। কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছে। তাকে ধরতে অভিযান চলছে।

বিজ্ঞাপন

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুর উল্লাহ আশেক সারাবাংলাকে জানান, সকালে সীতাকুন্ডের দূর্ঘটনার ঘটনায় দুইজনকে মৃত অবস্থায় চমেক হাসপাতালে আনা হয়। পরে তাদের লাশ মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/আইসি/এনইউ

চট্টগ্রাম নিহত সড়ক দুর্ঘটনা সীতাকুণ্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর