ঢাকা: বিএনপি মহাসমাবেশে পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যার ঘটনায় পল্টন থানার মামলায় গ্রেফতার বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনকে জিজ্ঞাসাবাদের জন্য ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শুক্রবার (৩ নভেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকী-আল-ফারাবীর আদালত এই রিমান্ডের আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ পরিদর্শক তরীকুল ইসলাম আসামি স্বপনকে আদালতে হাজির করেন। জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তিনি।
এদিন জহির উদ্দিন স্বপনের পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবীও রিমান্ডের পক্ষে শুনানি করেন। সব পক্ষের শুনানি শেষে আদালত ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে বৃহস্পতিবার (২ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে গুলশানের একটি বাসা থেকে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনকে গোয়েন্দা পুলিশ আটক করেছে বলে অভিযোগ করে বিএনপি। পরে পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যার ঘটনায় তাকে গ্রেফতার দেখায় ডিবি।