চুয়াডাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে বসতবাড়িতে ট্রাক, চালক নিহত
৩ নভেম্বর ২০২৩ ১৯:৪৭
চুয়াডাঙ্গা: জেলার আলমডাঙ্গা উপজেলার রোয়াকুলি গ্রামে একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসতবাড়িতে ঢুকে পড়ায় চালক সোহেল রানা (৩৩) নিহত হয়েছে।
উপজেলার রোয়াকুলি গ্রামে আলমডাঙ্গা-চুয়াডাঙ্গা সড়কে গতকাল বৃহস্পতিবার (২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাক চালক সোহেল রানা আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ পুলিশ ফাড়ির ইনচার্জ ইউসুফ আলী জানান, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে আলমডাঙ্গাগামী বেপোরোয়া গতির একটি খালি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রোয়াকুলি গ্রামের মখলেছুর রহমানের বসতবাড়িতে ঢুকে পড়ে। এতে রান্নাঘর ও গোসলখানা ক্ষতিগ্রস্থ হলেও পরিবারের সদস্যরা প্রাণে রক্ষা পায়। কিন্তু চালক ট্রাকের ভেতর আটকা পড়ে নিহত হয়। ট্রাকটি জব্দ করা হয়েছে।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, দুর্ঘটনা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আটকে পড়া চালককে উদ্ধার করা হয়। পরে সোহেল রানাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়।
সদর হাসপাতালে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক আফরিনা আক্তার হিরা বলেন, পরীক্ষা-নিরীক্ষার পর সোহেল রানাকে মৃত ঘোষণা করা হয়েছে।
সারাবাংলা/এনএস