Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খান মো. রুস্তম আলী’র বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

সারাবাংলা ডেস্ক
৩ নভেম্বর ২০২৩ ২০:০৫

ঢাকা: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পিরোজপুর জেলা কমিটির সভাপতি, দক্ষিণ অঞ্চলের ঐতিহাসিক কৃষক খেতমজুর ভূমিহীন আন্দোলন নড়াই সংগ্রামের বারবার কারাভোগকারী, ভাণ্ডারিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খান মো. রুস্তম আলী ও জাতীয় পার্টির (জেপি) নেতাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে এই সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য প্রখ্যাত শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন-বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য কমরেড জাকির হোসন রাজু, কমরেড মোস্তফা আলমগীর রতন, কমরেড ফিরোজ আলম, কমরেড জোবায়দা পারভীন, কমরেড মুর্শিদা আখতার নাহার, ঢাকা মহানগর উত্তর ওয়ার্কার্স পার্টির আহ্বায়ক কমরেড সাদাকাত হোসেন খান বাবুল, বাংলাদেশ যুব মৈত্রীর সহ-সভাপতি আব্দুল আহাদ মিনার, সাবেক ছাত্র নেতা ও উন্নয়ন কর্মী জনাব গোলাম মোস্তফা, সাবেক ছাত্র নেতা ও উন্নয়ন কর্মী জনাব কাজী এনায়েত হোসেন শিবলু, বাংলাদেশ ছাত্র মৈত্রী সভাপতি অতুলন দাস আলো, সাবেক যুব নেতা খান মো. নূরে আলম প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ‘অবিলম্বে ভাণ্ডারিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খান মো. রুস্তম আলী, জাতীয় পার্টির (জেপি) নেতা আতিকুল ইসলাম তালুকদার, মামুনুর রশিদ সরদার, ফরিদ মল্লিক, মনির সরদারসহ নেতৃবৃন্দকে প্রাণনাশের হুমকি ও ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।’

নেতৃবৃন্দ মাফিয়া চক্রের অশুভ পাঁয়তারা বন্ধের আহ্বান জানান। প্রশাসন এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে আশা করেন তারা।

বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের নেতা কমরেড তাপস কুমার রায়, জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়নের সভাপতি কমরেড মমতাজ বেগম, সাবেক যুব নেতা মনিরুজ্জামান খান, মানিক হাওলাদার, যুব মৈত্রীর নেতা আব্দুল হান্নান, সোহেল আহমেদ প্রমুখ।

বিক্ষোভ সমাবেশ শেষে একটি প্রতিবাদ মিছিল জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু করে কদম ফোয়ারা হয়ে তোপখানা রোড ঘুরে তোপখানা রোডে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

সারাবাংলা/একে

ওয়াকার্স পার্টি মামলা সমাবেশ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর