‘খসরুকে গ্রেফতারে শেখ হাসিনার রাজনৈতিক পরাজয়’
৩ নভেম্বর ২০২৩ ২২:৪৯
চট্টগ্রাম ব্যুরো: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেকমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেফতার করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক পরাজয় হয়েছে বলে মন্তব্য এসেছে চট্টগ্রামের এক সমাবেশ থেকে।
শুক্রবার (৩ নভেম্বর) বিকেলে নগরীতে আমীর খসরু মাহমুদকে গ্রেফতারের প্রতিবাদে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যেগে বের করা মিছিলোত্তর সমাবেশে এ মন্তব্য করা হয়।
আমীর খসরুকে গ্রেফতার করে সরকার নিজেদের দেউলিয়াত্ব প্রকাশ করেছে মন্তব্য করে নগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান বলেন, ‘সরকার নিজেদের নিশ্চিত পরাজয় বুজতে পেরে বিএনপির সমাবেশে পরিকল্পিতভাবে হামলা চালিয়ে এখন সারাদেশে নেতাকর্মীদের গ্রেফতার করছে। আমীর খসরু মাহমুদ চেীধুরীর মত পরিচ্ছন্ন ইমেজের জাতীয় নেতাদের গ্রেফতার করে সরকার নিজেদের দেউলিয়াত্ব প্রকাশ করেছে।’
‘জাতীয় নেতাদের গ্রেফতার করে সরকার বহিঃবিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে সরকার রাষ্ট্রযন্ত্রকে বিরোধী দলের নেতাকর্মীদের উপর লেলিয়ে দিয়েছে। আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেফতার শেখ হাসিনার রাজনৈতিক পরাজয় হয়েছে।’
তিনি আরও বলেন, ‘জনগণ দেশে লুটপাটবিহীন সরকার চায়, যেখানে তারা শান্তিতে বসবাস করতে পারবে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, সর্বক্ষেত্রে সীমাহীন দুর্নীতি ও দুঃশাসনের কারণে জনজীবন অতিষ্ঠ, তাই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা পরিবর্তন করার জন্য নির্দলীয় নিরপেক্ষ সরকার অত্যাবশ্যক। জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠায় একদফা দাবিতে বিএনপি শান্তিপূর্ন আন্দোলন চালিয়ে আসছে। মহা দুর্নীতিবাজ আওয়ামী লীগ সরকারের সংবিধান বাংলাদেশের জনগণ মানে না।’
‘পুলিশ বাহিনীকে দিয়ে রাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা দেয়ার পরিবর্তে সরকার তাদের জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়েছে। অত্যাচার-নিপীড়ন করে জনগণের ওপর জুলুম চালিয়ে, তাদের হত্যার মাধ্যমে সরকার আবারোও ক্ষমতায় আসতে চায়। দেশের জনগণ এই সংকট উত্তরণে স্বতঃস্ফুর্তভাবে রাজপথে নেমে এসেছে। যতই হামলা-মামলা,নির্যাতন-নিপীড়ন করুক আমরা জনগণকে সাথে নিয়ে সকল ষড়যন্ত্র রাজপথে মোকাবিলা করব।’
নগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খানের সভাপতিত্বে ও নগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলমের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন নগর কৃষক দলের আহ্বায়ক মো. আলমগীর, নগর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মামুনুর রহমান, মাঈনুদ্দিন রাশেদ, সিনিয়র যুগ্ম সম্পাদক আলী মর্তুজা খান, নগর যুবদলের যুগ্ম সম্পাদক আব্দুল হামিদ পিন্টু, তৌহিদুল ইসলাম রাসেল, কোষাধ্যক্ষ নূর হোসেন উজ্জ্বল, নগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তানভীর হোসেন ও নূর জাফর রাহুল।
সারাবাংলা/একে