Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি নেতা শরীফুল আলমকে তুলে নেওয়ার অভিযোগ

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ নভেম্বর ২০২৩ ১১:০৭

শরীফুল আলম, ফাইল ছবি

ঢাকা: বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমকে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে বিএনপি।

শনিবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বিএনপির চেয়ারপারসনের প্রেসউইংস সদস্য শামসুদ্দিন দিদার গণমাধ্যমকে এ তথ্য।

তিনি জানান, শনিবার সকাল সাড়ে ৭ টার দিকে শরীফুল আলমসহ পাঁচজনকে ভৈরবের একটি বাসা থেকে ডিবি পরিচয়ে সাদা পোশাকের গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে গেছে।

শরীফ আলমের সঙ্গে থাকা অন্যরা হলেন— বিএনপি নেতা নুরুজ্জামান, সাইফুল, শরীফুল আলমের গাড়ি চালক রতন। এছাড়া যে বাড়িতে তারা ছিলেন সেই বাড়ির মালিক মাযহারুলকেও পুলিশ তুলে নিয়ে গেছে বলে অভিযোগ বিএনপির।

এর আগে, শনিবার সকাল ৭ টায় বিএনপির মিডিয়া সেলের সদস্য কাদের গণি চৌধুরী গণমাধ্যমেক জানান, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও তেজগাঁওয়ের সাবেক কমিশনার আনোয়ারুজ্জামান আনোয়ারকে গতকাল শুক্রবার (৩ নভেম্বর) রাতে ঢাকা থেকে আটক করা হয়েছে। অন্যদিকে জাতীয়তাবাদী ছাএদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি, তেজগাঁও কলেজ ছাএদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমূল আহসানকে (সোহেল) গতকাল শুক্রবার গভীর রাতে গোয়েন্দা পুলিশ উঠিয়ে নিয়ে গেছে।

তবে এসব ব্যাপারে এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কিছু বলা হয়নি।

সারাবাংলা/এজেড/এনএস

টপ নিউজ বিএনপি শরীফুল আলম


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর