Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রমিক অসন্তোষ ঠেকাতে সাভার-আশুলিয়ায় বিজিবি মোতায়েন

সিনিয়র করেসপন্ডেন্ট
৪ নভেম্বর ২০২৩ ১৭:২৮

ঢাকা: প্রায় সপ্তাহব্যাপী রাজধানীর মিরপুর, গাজীপুর ও ঢাকার আশুলিয়া এলাকায় পোশাক কারখানার শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করছে। এসময় পুলিশের গুলিতে গাজীপুরে এক শ্রমিক মারাও গেছেন। মিরপুর ও গাজীপুরে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়েছে।

নতুন করে শনিবার (৪ নভেম্বর) ঢাকার সাভার, আশুলিয়া ও চন্দ্রা এলাকায় শ্রমিকরা আন্দোলনে নামে। এতে অনেক পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।

পোশাক কারখানার নিরাপত্তা জোরদারে আন্দোলনরত এলাকাগুলোতে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

শনিবার (৪ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম জানিয়েছেন, জেলা প্রশাসনের চাহিদার প্রেক্ষিতে ঢাকা ও গাজীপুরের বিভিন্ন এলাকায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, গাজীপুর, কোনাবাড়ি, সফিপুর, চন্দ্রা, ঢাকার সাভার ও আশুলিয়া এলাকায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এতে তিন জন নেতৃত্বে রয়েছেন।

সারাবাংলা/ইউজে/এমও

টপ নিউজ বিজিবি মোতায়েন শ্রমিক অসন্তোষ সাভার আশুলিয়া


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর