Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারায়ণগঞ্জে হামলায় আহত যুবলীগ নেতার মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
৫ নভেম্বর ২০২৩ ১৪:২৭

ঢাকা: নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বশত্রুতা এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ধারাল অস্ত্রের কোপে আহত দ্বীন ইসলাম (৩০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

তিনি রূপগঞ্জের মুড়াপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের যুবলীগের সভাপতি পদপ্রার্থী ছিলেন বলে জানিয়েছেন স্বজনরা।

রোববার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের ভায়রা মো. জহিরুল ইসলাম জানান, তার বাড়ি রূপগঞ্জ উপজেলার মোড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দি গ্রামে। এলাকাতে ভাঙারি ব্যবসা রয়েছে দ্বীন ইসলামের।

তিনি বলেন, শুক্রবার সন্ধ্যায় নিজ বাড়ি থেকে কয়েকটি বাড়ি দূরত্বে রাস্তায় সাবেক চেয়ারম্যানের ছেলে পাভেল, পিয়াল, ইমন, আবুল হোসেন, বিপ্লবসহ ৮-১০ জন দ্বীন ইসলামকে কুপিয়ে জখম করে। খবর পেয়ে তাকে উদ্ধারের পর ওইদিনই ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। চিকিৎসাধীন রোববার সকালে তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, ঘাতকরা এলাকাতে মাদক ব্যবসা করেন। সেই ব্যবসায় বাধা দিয়েছিলেন দ্বীন ইসলাম। এছাড়া তিনি যুবলীগের ওয়ার্ড সভাপতি পদপ্রার্থী ছিলেন। তবে এটি মেনে নিতে পারছিল না প্রতিপক্ষ। তার জেরেই শুক্রবার সন্ধ্যায় বাসা থেকে দ্বীন ইসলামকে ফোনে ডেকে নেয় পাভেল। এরপর সহযোগীদের নিয়ে তাকে কুপিয়ে জখম করে।

শনিবার রাতে দ্বীন ইসলামের মা তাসলিমা বেগম বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা করেছেন বলে জানান জহিরুল।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি রূপগঞ্জ থানা পুলিশ তদন্ত করছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসআর/ইআ

বিজ্ঞাপন
সর্বশেষ

বিপদসীমার ওপরে পানি, ৪৪ জলকপাট খোলা
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০৬

তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৫৪

সিটিকে সরিয়ে শীর্ষে লিভারপুল
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:২০

পদ্মায় কমেছে পানি, থামছে না ভাঙন
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:১৯

সম্পর্কিত খবর