Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সংবিধানে লেখা নেই বিএনপি ছাড়া নির্বাচন হবে না’

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ নভেম্বর ২০২৩ ১৪:৩৫

চট্টগ্রাম ব্যুরো: সংবিধানের কোথাও বিএনপি ছাড়া নির্বাচন হবে না এমন কিছু লেখা নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী।

রোববার (৫ নভেম্বর) দুপুরে নগরীর দারুল ফজল মার্কেটে দলীয় কার্যালয় চত্বরে হরতাল-অবরোধ বিরোধী ‘শান্তি ও উন্নয়ন’ সমাবেশে তিনি একথা বলেন।

মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, ‘বিএনপি এখন বঙ্গোপসাগরের বুকে একটি ডুবন্ত জাহাজ। মির্জা ফখরুল-আব্বাসরা এতদিন পাগলের প্রলাপ বকে এখন কারাগারে দিন কাটাচ্ছেন। খালেদা জিয়া দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত আসামি হয়ে এখন জীবন্মৃত। তারেক জিয়া দণ্ডিত অপরাধী। রাজনীতি না করার মুচলেকা দিয়ে তিনি লন্ডনে বসে বিলাসবহুল জীবনযাপন করে নানা ষড়যন্ত্র করছেন। তারেক জিয়া ধুলোর মতো উড়ে যাবে।’

নির্বাচন যথাসময়ে অবশ্যই হবে মন্তব্য করে তিনি বলেন, ‘কোনো বিদেশি প্রেসক্রিপশন ছাড়াই সংবিধান অনুযায়ী স্বাধীন নির্বাচন কমিশনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্ধারিত সময়ে জাতীয় নির্বাচন হবে। সংবিধানের কোথাও লেখা নেই বিএনপি বা অমুক দল ছাড়া নির্বাচন হবে না। তাই নির্বাচন বানচাল করার জন্য বিএনপি ও তার সহচররা যে খেলায় মেতেছে, সেই খেলায় তাদের পরাজয় অনিবার্য।’

তিনি বলেন, ‘আমরা লড়াই করতে জানি। লড়াই করেই জনগণের আস্থা অর্জনের মাধ্যমে বারবার ক্ষমতায় এসেছি এবং আসব। কোনো ষড়যন্ত্রের মাধ্যমে কিংবা বিদেশি প্রভুর আশীর্বাদে আওয়ামী লীগ কখনো ক্ষমতায় যায়নি এবং যাবেও না।’

নগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় সমাবেশে সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, দফতর সম্পাদক সৈয়দ হাসান মাহমুদ শমসের, আইন সম্পাদক শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, বন ও পরিবেশ সম্পাদক মশিউর রহমান চৌধুরী, জামালখান ওয়ার্ড আওয়ামী লীগের আবুল হাশেম বাবুল, ফিরিঙ্গিবাজার ওয়ার্ডের স্বপন কুমার মজুমদার, আলকরণ ওয়ার্ডের রুহুল আমিন তপন, এনায়েত বাজার ওয়ার্ডের সলিমুল্লাহ বাচ্চু, আন্দরকিল্লা ওয়ার্ডের আশীষ ভট্টাচার্য্য, পাথরঘাটা ওয়ার্ডের ফজলে আজিজ বাবুল, পূর্ব মাদারবাড়ি ওয়ার্ডের মুজিবুল হক পেয়ারু, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর বক্তব্য দেন।

বিজ্ঞাপন

নগর আওয়ামী লীগ রোববারও নগরীর গুরুত্বপূর্ণ আরও ৫টি পয়েন্টে শান্তি ও উন্নয়ন সমাবেশ করেছে।

সারাবাংলা/আরডি/আইই

বিজ্ঞাপন
সর্বশেষ

বিপদসীমার ওপরে পানি, ৪৪ জলকপাট খোলা
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০৬

তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৫৪

সিটিকে সরিয়ে শীর্ষে লিভারপুল
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:২০

পদ্মায় কমেছে পানি, থামছে না ভাঙন
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:১৯

সম্পর্কিত খবর