খাগড়াছড়িতে বিএনপির অবরোধে পিকআপে আগুন, গাছ কেটে ব্যারিকেড
৫ নভেম্বর ২০২৩ ১৭:৩১
খাগড়াছড়ি: বিএনপির ডাকা দুই দিনের অবরোধ কর্মসূচিতে খাগড়াছড়িতে পরিবহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ছাড়া বিভিন্ন এলাকায় গাছ কেটে রাস্তায় ফেলে ব্যারিকেড দিয়েছে অবরোধকারীরা।
রোববার (৫ নভেম্বর) দুপুরে খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কের জিরোমাইল টিলা এলাকায় একটি পিকআপ ভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে পিকআপের সামনের অংশ পুড়ে যায়। ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
এর আগে রোববার ভোর থেকে খাগড়াছড়ির রামগড়, মাটিরাঙ্গা ও দীঘিনালা সড়কসহ বিভিন্ন স্থানে গাছ কেটে ও টায়ার জ্বালিয়ে সড়কে ব্যারিকেড তৈরি করেন পিকেটাররা। ভোরে নৈশ কোচগুলো নিরাপত্তা প্রহরায় খাগড়াছড়ি পৌঁছায়।
এদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সড়কে পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদের টহল রয়েছে। দূরপাল্লার যান চলাচল বন্ধ থাকলেও খাগড়াছড়ি শহর ও অভ্যন্তরীণ সড়কে গণপরিবহন চলাচলা স্বাভাবিক রয়েছে।
খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর বলেন, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার রয়েছে। বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটিয়ে একটি পক্ষ জনমনে আতঙ্ক ছড়ানোর চেষ্টা চালাচ্ছে। পরিবহনসংশ্লিষ্ট ও ব্যবসায়ীরা চাইলে পুলিশ পাহারায় পণ্য ও যাত্রী পরিবহন স্বাভাবিক রাখা হবে।
সারাবাংলা/টিআর