Sunday 31 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুরে জামায়াত নেতা ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ নভেম্বর ২০২৩ ০১:৪৫ | আপডেট: ৬ নভেম্বর ২০২৩ ০৯:৫৭

রংপুর: রংপুরের মিঠাপুকুরে পায়রাবন্দ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহবুবুর রহমানকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় হারুন নামের এক ব্যাক্তিকে আটক করেছে পুলিশ।

রোববার (৫ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে পায়রাবন্দ বাজারে এ ঘটনা ঘটে। নিহত মাহবুবুর রহমান মিঠাপুকুর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ছিলেন। আটক হারুন স্থানীয় সদরপুর গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত ১০টার দিকে মাহবুবুর পায়রাবন্দ বাজারে নিজের ওষুধের দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। এ সময় হারুন নামের ওই ব্যক্তি হঠাৎ করে মাছকাটার বটি নিয়ে সেখানে হাজির হন। চেয়ারম্যান মাহবুবুরকে এলোপাতাড়ি কোপাতে থাকেন তিনি। গুরুতর আহত অবস্থায় মাহবুবুরকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

মিঠাপুকুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/টিআর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর