Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফখরুল-খসরুসহ বিএনপি নেতাকর্মীর মুক্তি দাবি ১০১ পেশাজীবীর

স্টাফ করেসপন্ডেন্ট
৬ নভেম্বর ২০২৩ ২১:৩২

চট্টগ্রাম ব্যুরো: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ সব নেতাকর্মীর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে চট্টগ্রামের ১০১ জন পেশাজীবী নেতা।

সোমবার (৬ নভেম্বর) এক যুক্ত বিবৃতিতে তারা এ দাবি জানান।

এছাড়া গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে পুলিশের হামলা এবং দলের শীর্ষ নেতাসহ সারাদেশের আট হাজার নেতাকর্মীকে গ্রেফতার করে রিমান্ডে নেওয়ার ঘটনার তীব্র নিন্দাও করেছেন তারা।

বিবৃতিতে নেতারা বলেন, একদলীয় নির্বাচন করার লক্ষ্যে সুপরিকল্পিতভাবে এ মহাসমাবেশকে ভণ্ডুল করেছে রাষ্ট্রের প্রত্যক্ষ মদদে। তদুপরি আদালতকে ব্যবহার করে বয়োবৃদ্ধ জাতীয় নেতাদের রিমান্ডে নিচ্ছে যা মানবাধিকারের চরম লংঘন। তাছাড়া ঢাকার সমাবেশকে কেন্দ্র করে নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্করের বিরুদ্ধে মামলা এবং বাসভবনে তল্লাশির নিন্দা জানিয়ে অবিলম্বে এসব অপতৎপরতা বন্ধের দাবি জানান।

বিবৃতিদাতাদের মধ্যে অন্যতম হলেন- সম্মিলিত পেশাজীবি পরিষদের আহবায়ক জাহিদুল করিম কচি, সদস্য সচিব খুরশীদ জামিল চৌধুরী, জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক নছরুল কাদির, বার কাউন্সিলের সদস্য এ এস এম বদরুল আনোয়ার, আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী, সাবেক সভাপতি কফিল উদ্দিন চৌধুরী,এনামুল হক, মফিজুল হক ভূঁইয়া, ড্যাব সভাপতি জসিম উদ্দিন, জেলা সভাপতি তমিজ উদ্দিন আহমেদ মানিক, নগর শাখার সভাপতি আব্বাস উদ্দিন, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শাহনওয়াজ, সাধারণ সম্পাদক সালেহ নোমান, সারোয়ার আলমগীর, ইসকান্দর আলী চৌধুরী, সাইফুল ইসলাম শিল্পী, জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সাধারণ সম্পাদক হাসান আলী, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. সাফা ও সাধারণ সম্পাদক সাইফুল আলম।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইসি/এনইউ

টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর