Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজার নিরাপত্তার দায়িত্ব নেবে ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক
৭ নভেম্বর ২০২৩ ১২:৫০

ফিলিস্তিনের গাজা উপত্যকার নিরাপত্তার দিক দেখভালের দায়িত্ব এখন থেকে ইসরাইল পালন করবে বলে জানিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন টেলিভিশন চ্যানেল এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, হামাসের সঙ্গে যুদ্ধ শেষ হওয়ার পর অনির্দিষ্টকালের জন্য গাজার নিরাপত্তার সংক্রান্ত বিষয়াদির দায়িত্ব নেবে ইসরাইল।

সোমবার সাক্ষাৎকারে তিনি বলেন, যুদ্ধের পর ইসরাইলের গাজা শাসন করা উচিত। ইসরাইল একটি অনির্দিষ্ট সময়ের জন্য নিরাপত্তার দায়িত্ব নেবে।

বিজ্ঞাপন

সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, যখন আমাদের হাতে নিরাপত্তার দায়িত্ব ছিল না, তখন আমরা যা পেয়েছি তা হলো হামাস সন্ত্রাসের এমন মাত্রায় বিস্ফোরণ যা আমরা কল্পনাও করতে পারিনি।

নেতানিয়াহু ইঙ্গিত দেন, হামাস গাজায় জিম্মিদের মুক্তি না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি মেনে নেবে না ইসরাইল। তবে জনগণের চলাচল এবং মানবিক সহায়তা চলাচলের অনুমতি দেওয়ার জন্য কৌশলগত সামান্য বিরতি দিতে পারে ইসরাইল।

তিনি বলেন, আমাদের জিম্মিদের মুক্তি ছাড়া গাজায় কোনো যুদ্ধবিরতি হবে না। কৌশলগত সামান্য বিরতি হয়ত এখানে এক ঘণ্টা দেওয়া হতে পারে। সেগুলো আমরা আগেও দিয়েছি।

সারাবাংলা/আইই

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর