ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয় (২৮) এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (৭ নভেম্বর) ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) হিরামন বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভোরে যাত্রাবাড়ী চৌরাস্তায় মেয়র হানিফ ফ্লাইওভারের নিচে অজ্ঞাত কোনো যানবাহন তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে অজ্ঞাতপরিচয় ওই যুবক মারা যান। খবর পেয়ে যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ওই যুবকের পরনে টি-শার্ট ও কালো জিন্স প্যান্ট ছিল। আশপাশের কেউই তার নাম পরিচয় শনাক্ত করতে পারেনি। ওই যুবকের আঙ্গুলের ছাপের মাধ্যমে পরিচয় জানার চেষ্টা চলছে।