Saturday 24 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছেলে হত্যায় সৎ মায়ের যাবজ্জীবন কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ নভেম্বর ২০২৩ ১৭:৪৭

মুন্সীগঞ্জ: ছেলেকে হত্যার দায়ে সৎ মায়ের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে তার এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডাদেশ দেন বিচারক আদালত।

মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক খালেদা ইয়াসমিন উর্মি এ আদেশ দেন।

মামলার তথ্য বিবরণীতে জানা যায়, সিরাজদিখান উপজেলার পাউসার গ্রামে পারিবারিক কলহের জের ধরে ২০১৭ সালের ১১ জুন সৎ মা সুমাইয়া আক্তার সৎ ছেলে ইয়াসিনকে (৫) গলা টিপে হত্যা করে। পরে এ ঘটনায় ১৭ জুন নিহত ইয়াসিনের পিতা আরিফ হোসেন সৎ মা সুমাইয়া আক্তারকে আসামি করে সিরাজদিখান থানায় হত্যা মামলা দায়ের করেন।

আদেশের বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের সেরেস্তাদার মোহাম্মদ হাসান জানান, দীর্ঘ প্রায় ছয় বছর বিচারিক কার্যক্রম শেষে মঙ্গলবার দুপুরে আদালত রায় ঘোষণা করেন।

সারাবাংলা/পিটিএম

ছেলেকে হত্যা যাবজ্জীবন কারাদণ্ড সৎ মা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর