Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথম নারী পরিচালক পেল সিআইএ


১৮ মে ২০১৮ ১০:২৪

।। সারাবাংলা ডেস্ক ।।

প্রথম নারী হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন জিনা হ্যাসপেল (৬১)। তার বিরুদ্ধে ৯/১১ এর সময় বিতর্কিত নির্যাতনের অভিযোগ রয়েছে।

বৃহস্পতিবার (১৭ মে) দেশটির সিনেট ডোলান্ড ট্রাম্প মনোনীত এই প্রার্থীকে অনুমোদন দেয়।

সিনেটের ওই ভোটাভুটিতে গ্যাসপেলের নিয়োগ ৫৪-৪৫ ভোটে অনুমোদন পায় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

এই বিষয়টি নিয়ে বিরোধীদলের পাশাপাশি ট্রাম্পের দলের লোকজনও সমালোচনা করে আসছিলেন। রিপাবলিকের সিনেটর জন ম্যাককেইন ভিয়েতনাম যুদ্ধের সময় সে দেশের কারাগারে পাঁচ বছর বন্দি থাকা অবস্থায় নির্যাতনের শিকার হয়েছিলেন।

তিনি আগেই জানিয়েছিলেন, সিআইএ পরিচালক পদে তার সমর্থন হ্যাসপল পাবেন না। তবে অসুস্থতার কারণে তিনি অনুপস্থিত ছিলেন।

বৃহস্পতিবারের এই ভোটাভুটিতে ডেমোক্রাটদের ছয়জন সিনেটর দলের সিদ্ধান্তের বাইরে এসে হ্যাসপলের মনোনয়নের পক্ষে ভোট দেন।

৬১ বছর বয়সী জিনার ক্যারিয়ারের অধিকাংশ সময় কেটেছে আন্ডার কাভার এজেন্ট হিসেবে। ৯/১১ সময় থাইল্যান্ডের এক বন্দিশিবের দায়িত্বে ছিলেন তিনি। ওই শিবিরে মুখে কাপড় বেঁধে পানি ঢালার মতো বিতর্কিত পদ্ধতি প্রয়োগ করে নির্যাতনের অভিযোগ রয়েছে।

সারাবাংলা/এমআইএস

যুক্তরাষ্ট্র সিআইএ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর