প্রধান বিচারপতির বাসায় হামলা: বিচারপতির নেতৃত্বে তদন্ত চান খোকন
৮ নভেম্বর ২০২৩ ১৯:৪৮
ঢাকা: প্রধান বিচারপতির বাস ভবনে হামলার ঘটনায় একজন সাবেক প্রধান বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যরিস্টার মাহবুব উদ্দিন খোকন। এ ঘটনায় দায়ের করা একাধিক মামলার আসামি তিনি।
বুধবার (৮ নভেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে এক ব্রিফিংয়ে এমন দাবি জানান তিনি। মাহবুব উদ্দিন খোকন বিএনপির যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক।
গত ২৮ অক্টোবর রাজধানীর কাকরাইল এলাকায় হামলা, ভাঙচুর, পুলিশের কর্তব্যকাজে বাধা ও নাশকতার অভিযোগের ঘটনায় দায়ের করা দুই মামলায় আজ হাইকোর্ট থেকে আগাম জামিন নেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি জয়নুল আবেদীন এবং বিএনপির যুগ্ম মহাসচিব ও বারের সাবেক সম্পাদক মাহবুব উদ্দিন খোকন।
বুধবার (৮ নভেম্বর) বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি এ কে এম রাকিবুল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এই দুই মামলায় পুলিশ রিপোর্ট দেওয়ার আগ পর্যন্ত তাদের জামিন দেওয়া হয়েছে।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী রুহুল কুদ্দুস কাজল, আইনজীবী সৈয়দ মামুন মাহবুব, আবদুল জব্বার ভূঁইয়া, গাজী কামরুল ইসলাম সজল ও সগির হোসেন লিওন।
জামিন আদেশের পর মাহবুব উদ্দিন খোকন সাংবাদিকদের বলেন, ‘আমি সুপ্রিম কোর্টে নিয়মিত আইন প্র্যাকটিস (অনুশীলন) করি। আদালতে আমাদের প্রতিদিন যেতে হয়।’
তিনি আরও বলেন, ‘আমরা প্রধান বিচারপতির এজলাসে যাই। আমরা কেন তার বাসায় হামলা করব। সেদিন মহাসমাবেশ করতে পুলিশ অনুমতি দিয়েছে। এরপর আবার পুলিশ সমাবেশে সাউন্ড গ্রেনেট নিক্ষেপ করেছে। কে হামলা করল প্রধান বিচারপতির বাসায়? আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত চাই। সাবেক একজন প্রধান বিচারপতির নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হোক।’
এ ঘটনায় তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানান ব্যরিস্টার মাহবুব উদ্দিন খোকন।
এর আগে, গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে কাকরাইলে সংঘর্ষ ও ভাঙচুর, প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনা ঘটে। পরে এসব ঘটনায় পুলিশ বাদী হয়ে রমনা থানায় একাধিক মামলা দায়ের করে।
সারাবাংলা/কেআইএফ/এনএস