Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘অবরোধে অলিগলিতে ২৪ ঘণ্টা পাহারা থাকবে’

স্টাফ করেসপন্ডেন্ট
৯ নভেম্বর ২০২৩ ০০:৫৪

ঢাকা: বিএনপির ডাকা অবরোধের মধ্যেই অবরোধবিরোধী বিক্ষোভ মিছিল করেছে রাজধানীর শাহবাগ থানার ২১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ। ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা এতে অংশ নেন।

কাউন্সিলর আসাদসহ নেতাকর্মীরা বলেন, দেশব্যাপী বিএনপি-জামায়াত ও স্বাধীনতাবিরোধীরা জ্বালাও-পোড়াও এবং আগুন সন্ত্রাসের অপরাজনীতির চর্চা করছে। এর প্রতিবাদেই তারা বিক্ষোভ মিছিল করছেন। কর্মসূচির নামে বিএনপির সব ধরনের অপতৎপরতার বিরুদ্ধে প্রতিবাদে চলবে। ওয়ার্ডের অলিগলিতেও বিএনপিকে নামতে দেওয়া হবে না।

বিজ্ঞাপন

বুধবার (৮ নভেম্বর) বিকেলে মিছিলটি রাজধানীর পরীবাগ কাউন্সিলরের কার্যালয় থেকে শুরু হয়ে হাতিরপুল ঘুরে সোনারগাঁও মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে কয়েক শ নেতাকর্মী অংশ নেন। তারা বিএনপির অবরোধের বিরুদ্ধে নানা স্লোগান দেন।

মিছিল পরবর্তী সমাবেশে কাউন্সিলর আসাদুজ্জামান আসাদ বলেন, বিএনপি-জামায়াতকে কোনো ছাড় দেওয়া যাবে না। অলিগলিতে ২৪ ঘণ্টা পাহারা বসানো হবে।

কাউন্সিলর আরও বলেন, যারা আজ হরতাল-অবরোধ ডাকছে, জনগণ কিন্তু তাদের সঙ্গে নেই। তারা গাড়ি জ্বালিয়ে দিচ্ছে, মানুষের মধ্যে ভীতি ছড়াচ্ছে। তারা ঢাকাকে বিচ্ছিন্ন করতে চায়। তারা দেশকে ধ্বংসের দিকে নিতে চায়। আমরা তা রুখে দেবো। প্রতি ওয়ার্ডে নেতাকর্মীরা সজাগ রয়েছে, থাকবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই ছাত্রনেতা বলেন, নৌকাকে আবারও বিজয়ী করতে ওয়ার্ড থেকে কেন্দ্র ঐক্যবদ্ধভাবে এবার মাঠে নেমেছে। সবাই মিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। এ জন্য আগামী দুই মাস রাজপথে থাকার বিকল্প নেই।

বিজ্ঞাপন

এ সময় আরও উপস্থিত ছিলেন ২১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মতুলাল রায়, শাহবাগ থানা আওয়ামী লীগের দফতর সম্পাদক মামুন খন্দকার মিন্টু, ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি জাহাঙ্গীর আলম, হাজী মজুমদার মকবুল, রেজাউল ইসলাম, বাবুল মিয়া, সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন শাওন, সিরাজুল হক ও আবুল কাশেম টিপু প্রমুখ।

সারাবাংলা/এসএইচএস

আওয়ামী লীগ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর