Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এমপি প্রার্থী হতে উপজেলা চেয়ারম্যান শফির পদত্যাগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ নভেম্বর ২০২৩ ১১:২৯

শফিকুল ইসলাম শফি

সিরাজগঞ্জ: জেলার উল্লাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ ছাড়লেন বীর মুক্তিযোদ্ধা মো. শফিকুল ইসলাম শফি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে এই পদত্যাগ করেন তিনি।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি এ বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, গত ৬ নভেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নিয়মানুসারে পদত্যাগপত্র জমা দেন তিনি। পদত্যাগের পর গতকাল বুধবার (৮ নভেম্বর) নিজ নির্বাচনী এলাকায় শোভাযাত্রা করেন তিনি।

বিজ্ঞাপন

শফিকুল ইসলাম শফি বলেন, নবম জাতীয় সংসদ নির্বাচনে এমপি হয়েছিলাম। আবার সাধারণ মানুষের দাবিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। আমার দৃঢ় বিশ্বাস, আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারও আমাকে মনোনয়ন দেবেন। মনোনয়ন পেলে সিরাজগঞ্জ-৪ আসনটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নৌকা উপহার দেব। উল্লাপাড়া ও সলঙ্গাকে স্মার্ট, মডেল ও সন্ত্রাসমুক্ত আসন হিসেবে গড়ে তুলব।

১৯৯০ সালে উল্লাপাড়া উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হন গাজী শফিকুল ইসলাম শফি। পরে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৪ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। ওই সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যও ছিলেন তিনি। ২০১৮ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উল্লাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

সারাবাংলা/আরএ/এনএস

বীর মুক্তিযোদ্ধা মো. শফিকুল ইসলাম শফি

বিজ্ঞাপন
সর্বশেষ

২৪ বলে ০ রানে জাকিরের লজ্জার রেকর্ড
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৫:১৮

সম্পর্কিত খবর