Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রিজভীর মিছিল এবার উত্তরা-আশুলিয়া সড়কে

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ নভেম্বর ২০২৩ ১১:৪৯

ঢাকা: কারাগারের বাইরে থাকা সব নেতা আত্মগোপনে থাকলেও বিএনপি ঘোষিত অবরোধ কর্মসূচিতে রাজপথে সক্রিয় রয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তৃতীয় দফা সর্বাত্মক অবরোধের দ্বিতীয় দিন বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালেও উত্তরা-আশুলিয়া সড়কে কয়েকজন নেতা-কর্মী নিয়ে মিছিল করেছেন তিনি।

এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কফিল উদ্দিন, মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক এবিএম আবদুর রাজ্জাক, মোস্তফা জামান, ওয়াকিলসহ অনান্যরা।

রিজভী বলেন, ‘বিএনপির অবরোধে সর্বস্তরের জনগণ সমর্থন জানিয়েছেন। দুঃশাসনের বিরুদ্ধে গোটা জাতি আজ ঐক্যবদ্ধ। চারদিক থেকে সরকারের পতনের আওয়াজ শোনা যাচ্ছে। কৃষক, শ্রমিক পেশাজীবি, ব্যবসায়ী, চাকরিজীবীসহ সাধারণ মানুষ এখন অবৈধ সরকারের বিরুদ্ধে মাঠে আছে, তখন জোর করে আর নিশি রাতের সরকার ক্ষমতায় থাকতে পারবে না।’

এর আগে, সকাল সাড়ে ৭টায় রাজধানীর সায়দাবাদের জনপথ সড়কে মিছিল করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানের নেতৃত্বে মিছিলে অংশ নেন স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আব্দুল কুদ্দুস, কামরুজ্জামান বিপ্লব, সরদার মো. নুরুজ্জামান, যুগ্ম সম্পাদক মাসুম বিল্লাহ, শহিদুল ইসলাম সোহেল, জেড আই কামাল, আলাউদ্দিন জুয়েল, সহ সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম টিটু, মো. মজিবুর রহমান, মোর্শেদ আলম, মাসুম ভূইয়া, মামুন হাসেমী দিপুসহ প্রায় অর্ধশত নেতা-কর্মী।

সকাল সাড়ে ৭ টায় ঢাকার লালবাগে মিছিল করে বিএনপি। দলটির জাতীয় নির্বাহী কমিটির সহ-যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ এ মিছিলে নেতৃত্ব দেন। মিছিল থেকে খালেদা জিয়ার মুক্তি ও সরকারের পদত্যাগ দাবিতে স্লোগান দেওয়া হয়।

বিজ্ঞাপন

মিছিলে অন্যদের মধ্যে অংশ নেন যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সোহেল আহমেদ রানা, সহ-শ্রম সম্পাদক মইনুল হিটৃ, চকবাজার থানা যুবদলের আহবায়ক সাবা করিম লাকী,সাধারণ সম্পাদক ইকবাল হোসেন স্বপন, ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাইজউদিন মাইজু ও যুগ্ন সম্পাদক তানভীর সেন্টু, দেলোয়ার হাকিম বিপ্লব, বিএনপি নেতা রাজু সিকদার, জাসাস কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আব্দুল কাইয়ুম, যুবদল নেতা রাসেল দেওয়ান, মো. শাজাহান ও লালবাগ থানা ছাত্রলের সদস্য সচিব ফজলে হোসেন রাব্বী, মো. সুমন, রাজিকুল হাসান বাবু, মোতালেব আহমেদ, জহির উদিনসহ শতাধিক নেতা-কর্মী।

সারাবাংলা/এজেড/ইআ/টিআর

অবরোধ রুহুল কবির রিজভী

বিজ্ঞাপন
সর্বশেষ

শরৎ বাংলাদেশের কোমল স্নিগ্ধ এক ঋতু
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৪

সম্পর্কিত খবর