Tuesday 19 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে বাসা থেকে পরিবহন শ্রমিকের বিবস্ত্র লাশ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
৯ নভেম্বর ২০২৩ ১৮:৪৭

ফাইল ছবি

ঢাকা: রাজধানীর সায়েদাবাদে বাসা থেকে আব্দুল খালেক (৫০) নামে এক পরিবহন শ্রমিকের বিবস্ত্র লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা দুই থেকে তিন দিন আগে তাকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরের দিকে সংবাদ পেয়ে যাত্রাবাড়ী থানা পুলিশ সায়দাবাদ সরদার গলির একটি বহুতল ভবনের পাঁচতলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওই পাঁচতলা ভবনের একটি রুম নিয়ে আব্দুল খালেক একাই ভাড়া থাকতেন। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় নিহতের শরীরের কোনো কাপড় ছিল না। এছাড়া মাথাসহ শরীরের কয়েক জায়গায় আঘাতের চিহ্ন দেখা যায়।

ওসি আরও জানান, ধারণা করা হচ্ছে দুই থেকে তিন দিন আগে তাকে হত্যা করে সামনের দরজা ভেতর থেকে বন্ধ করে পেছনের দরজা দিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। ঘটনাটির তদন্ত করে দেখা হচ্ছে।

নিহত আব্দুল খালেকের সহকর্মী এনামুল হক জানান, আব্দুল খালেক অবিবাহিত ছিলেন। ওই বাসার পাঁচ তলার একটি রুমে একাই ভাড়া থাকতেন। আব্দুল খালেক ঢাকা-চট্রগ্রাম রোডের সুজন পরিবহনে অনলাইনে কাজ করতেন। পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্য ছিলেন। গত পরশুদিন সুজন পরিবহন থেকে আব্দুল খালেকের মোবাইলে ফোন দেওয়া হয়। বারবার ফোন দেওয়ার পরও কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। পরে আজকে তার ভাড়া বাসায় গিয়ে দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। অনেক ডাকাডাকি করার পরও কোনো সাড়া না পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করেন।

নিহত আব্দুল খালেকের বাড়ি নাটোর জেলায় বলেও জানান এনামুল।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসআর/এনইউ

টপ নিউজ পরিবহন শ্রমিক রাজধানী লাশ সায়দাবাদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর