Wednesday 23 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাতুয়াইলে যাত্রীবাহী বাসে আগুন

সিনিয়র করেসপন্ডেন্ট
৯ নভেম্বর ২০২৩ ২১:১৩

ঢাকা: বিএনপি জামায়াতের ডাকা তৃতীয় দফা অবরোধের শেষ প্রান্তে এসে রাজধানীর যাত্রাবাড়ী মাতুয়াইলে আসিয়ান পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস সদর দফতর।

ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, রাজধানীর যাত্রাবাড়ী মাতুয়াইলে আসিয়ান পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ৭টা ১০ মিনিটে পোস্তগোলা ফায়ার স্টেশনের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কে বা কারা আগুন দিয়েছে তা জানাতে পারেনি। হতাহতের খবরও জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

বিজ্ঞাপন

এর আগে, একই দিন দুপুর ২টা ২৫ মিনিটে রাজধানীর শাহজাদপুরে রাইদা পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। সে ঘটনাতেও কেউ হতাহত হয়নি বলে জানায় ফায়ার সার্ভিস।

সারাবাংলা/ইউজে/পিটিএম

আগুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর