Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রমা’র প্রতিষ্ঠাবার্ষিকীতে ৩ দিনের উৎসব শুরু

সারাবাংলা ডেস্ক
৯ নভেম্বর ২০২৩ ২৩:৩৯

চট্টগ্রাম ব্যুরো: আবৃত্তি সংগঠন প্রমা’র ৩৪ বছর পূর্তি উপলক্ষে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে তিন দিনের উৎসব শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেলে শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পী আশরাফুল আলম উৎসবের উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে একুশের পদকপ্রাপ্ত সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন বলেন, ‘৩৪ বছরের পথচলায় প্রমা আবৃত্তি সংগঠন শুদ্ধ সংস্কৃতি চর্চার পাশাপাশি দেশের প্রগতিশীল আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। যে চেতনা, লক্ষ্য এবং আদর্শ নিয়ে প্রমা এগিয়ে যাচ্ছে, ভবিষ্যৎ যাত্রায়ও যেন সেটা অবিচল থাকে। প্রমা ছড়িয়ে পড়ুক সারাদেশে। দেশগঠনে যেন প্রমা তার সংস্কৃতির চেতনা দিয়ে অবদান রাখে সেই প্রত্যাশা করছি।’

প্রমা’র সভাপতি রাশেদ হাসানের সভাপতিত্বে উদ্বোধনী আয়োজনে আরও বক্তব্য দেন- চট্টগ্রামের পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি ডাক্তার এ কিউ এম সিরাজুল ইসলাম, একুশে পদকপ্রাপ্ত নাট্যব্যক্তিত্ব আহমেদ ইকবাল হায়দার, নারীনেত্রী নুরজাহান খান, ইন্দো-বাংলাদেশ কালচারাল সেন্টারের সভাপতি বিদ্যুৎ দেবনাথ, কবি মালেক মুস্তাকিম, আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য রেজিনা ওয়ালী লীনা, যুগ্ম সাধারণ সম্পাদক আযহারুল হক আজাদ এবং ইস্পাহানি টি কোম্পানির জ্যেষ্ঠ ব্যবস্থাপক নুর নবী।

রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রেয়সী রায়ের কণ্ঠে ‘আগুনের পরশমণি’ গানের মধ্য দিয়ে প্রদীপ প্রজ্জ্বলন এবং সাংস্কৃতিক আয়োজন শুরু হয়। উদ্বোধনী দিনে প্রমা আবৃত্তি সংগঠনের শিশুবিভাগ ও বোধন আবৃত্তি পরিষদ বৃন্দ আবৃত্তি পরিবেশন করে। এছাড়া ভারতের কলকাতা ও মেদেনীপুর থেকে আসা শিল্পীরা একক আবৃত্তি পরিবেশন করেন। দেশের আবৃত্তিশিল্পীদের কয়েকজনও তাদের পরিবেশনা নিয়ে অংশ নেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আয়োজনের দ্বিতীয় দিনে শুক্রবার সকাল ১০টায় আনন্দ শোভাযাত্রা হবে। শনিবার পর্যন্ত দলীয় ও একক আবৃত্তি, সঙ্গীতসহ আরও নানা আয়োজন থাকছে।

সারাবাংলা/আরডি/পিটিএম

প্রমা


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর