Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফের উৎপাদনে রামপাল বিদ্যুৎকেন্দ্র

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ নভেম্বর ২০২৩ ১৭:২১

বাগেরহাট: যান্ত্রিক ত্রুটির কারণে গত দশ মাসে ৮ বার বন্ধ হওয়া রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের উৎপাদন আবারও শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে প্রথম ইউনিটের উৎপাদন শুরু হয়।

বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রা.) লিমিটেডের (বিআইএফপিসিএল) উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. আনোয়ার উল আজীম বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে উৎপাদিত ৪৮০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।

এর আগে, গত ৫ নভেম্বর সকাল সারে ৬টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে দুটি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়।

উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. আনোয়ার উল আজীম আরও জানান, দ্রুত সময়ের মধ্যে দুটো ইউনিটের উৎপাদন স্বাভাবিক পর্যায়ে হবে।

উল্লেখ্য, গত বছরের ১৭ ডিসেম্বর উৎপাদন শুরুর পর প্রথম ১৪ জানুয়ারি, এরপর ১৫ এপ্রিল, ২৩ এপ্রিল, ৩০ জুন, ১৬ জুলাই ৩০ জুলাই, ১৫ সেপ্টেম্বর ও সর্বশেষ ৫ নভেম্বর বন্ধ হয় এ বিদ্যুৎকেন্দ্রটির উৎপাদন।

ভারত ও বাংলাদেশের যৌথ অর্থায়নে বাগেরহাটের রামপালে ৯১৫ একর জমিতে ১ হাজার ৩২০ মেগাওয়াটের কয়লানির্ভর কেন্দ্রটি গড়ে তোলা হয়। কাগজপত্রে এর নাম মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট। কয়লানির্ভর এই বিদ্যুৎকেন্দ্রে দুটি ইউনিট আছে, যার প্রতিটি ৬৬০ মেগাওয়াটের। এর মধ্যে একটি ইউনিটে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হয় ২০২২সালের ১৭ ডিসেম্বর এবং দ্বিতীয় ইউনিটে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হয় ২০২৩ সালের ২৪ অক্টোবর সকালে।

সারাবাংলা/একে

কয়লা সংকট টপ নিউজ বিদ্যুৎ কেন্দ্র রামপাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর