রাজধানীর মুগদায় স্বামীর হাতে স্ত্রী খুন
১০ নভেম্বর ২০২৩ ১৯:৫৭
ঢাকা: রাজধানীর মুগদার মান্ডা এলাকায় স্বামীর হাতে পিংকি ইসলাম আলো (৩১) নামে এক গৃহবধু খুন হয়েছেন। এ ঘটনায় স্বামী শহীদুল ইসলাম রিয়াজকে (৪০) আটক করেছে পুলিশ।
শুক্রবার (১০ নভেম্বর) সকাল ৭টার দিকে মুগদা মান্ডা কদমআলী ঝিলপাড়ের বাসা থেকে পিংকির মৃতদেহ উদ্ধার করে মুগদা থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবু সালেহ জানান, সকালে ৯৯৯এর মাধ্যমে খবর পেয়ে মুগদা দক্ষিণ মান্ডা কদম আলী ঝিলপাড় হাজী আব্দুল মজিদের বাড়ির ৬তলা থেকে পিংকির মৃতদেহ উদ্ধার করা হয়। স্বামী রিয়াজের সঙ্গে গৃহবধূ ওই বাসায় ভাড়া থাকতেন। ঘটনার পরপরই ওই বাসা থেকে রিয়াজকে আটক করা হয়।
এসআই আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে, পরকীয়ার জের ধরে বেশ কিছুদিন যাবৎ রিয়াজ ও পিংকির মধ্যে কলহ চলছিল। হত্যাকাণ্ডের ঠিক আগেও স্বামী-স্ত্রীর ঝগড়া হয়। একপর্যায়ে রিয়াজ মসলা বাটার শীল দিয়ে স্ত্রী পিংকির মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলে পিংকি মারা যান।
এসআই মো. আবু সালেহ জানান, স্বামী রিয়াজকে পুলিশ আটক করেছে। এ ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।
পিংকির নানা মো. খোরশেদ আলম জানান, পিংকির গ্রামের বাড়ি বরিশাল জেলার গৌরনদী উপজেলার দক্ষিণ নাইটা গ্রামে। বাবার নাম মৃত আলমগীর হোসেন। মুগদা মান্ডার ওই বাসায় স্বামী ও দুই মেয়েকে নিয়ে পিংকি ভাড়া থাকতেন। রিয়াজ একটি প্রাইভেট কোম্পানি চাকরি করেন।
খোরশেদ আলম বলেন, ‘গত চারদিন আগে রিয়াজ ফকিরাপুল আমার বাসায় এসে জানায় পিংকি রুবেল নামে একটি ছেলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছে। রিয়াজের সঙ্গে পিংকি সংসার করবে না বলেও জানায়। তখন আমি রিয়াজকে পিংকিসহ আমার বাসায় আসতে বলি। এর মধ্যে আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। আজ সকালে জানতে পারি স্বামী রিয়াজ পিংকিকে খুন করেছে।’
সারাবাংলা/এসএসআর/একে