Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশকে রক্ষা করতে সরকারকে পদত্যাগের আহ্বান বাম জোটের

স্টাফ করেসপন্ডেন্ট
১০ নভেম্বর ২০২৩ ১৯:৫৯

চট্টগ্রাম ব্যুরো: সংঘাত-সংঘর্ষ থেকে দেশকে রক্ষা করতে আওয়ামী লীগ সরকারকে অবিলম্বে পদত্যাগের আহ্বান জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট।

শুক্রবার (১০ নভেম্বর) বিকেলে নগরীর সিনেমা প্যালেস চত্ত্বরে এক সমাবেশ থেকে জোটটির চট্টগ্রামেরা নেতারা এ আহ্বান জানান।

শহিদ নূর হোসেনের স্বপ্ন এখনও বাস্তবায়িত হয়নি মন্তব্য করে সমাবেশে বক্তারা বলেন, ‘স্বৈরাচারবিরোধী সংগ্রাম ও শহীদদের আত্মদানের তিন যুগ পার হলেও সত্য যে আজও গণতন্ত্র মুক্তি পায়নি, স্বৈরাচারের আর্থ-সামাজিক ভিত্তি ধ্বংস করা যায়নি, বরং স্বৈরাচারের ভিত্তি আরও দৃঢ় হয়েছে। শহিদ নূর হোসেনের যে গণতান্ত্রিক রাষ্ট্রের স্বপ্ন সেটা বাস্তবায়িত হয়নি। বিভিন্ন সময়ের শাসক গোষ্ঠী নির্বাচনের অবাধ, গ্রহণযোগ্য পরিবেশ সৃষ্টি করতে ব্যর্থ হওয়ায় সুষ্ঠু নির্বাচন অসম্ভব হয়ে পড়ছে।’

‘বরং নির্বাচনকে সামনে রেখে বর্তমান আওয়ামী লীগ সরকার জনমত ও বিরোধী দলগুলোর দাবি উপেক্ষা করে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করছে। নির্বাচনের পরিবেশকে বিঘ্নিত করে, নির্বাচনকে অনিশ্চিত করে তুলেছে।’

বক্তারা আরও বলেন, ‘অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে দেশ স্বাধীন হওয়ার ৫২ বছর পরেও শাসকশ্রেণি একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের জন্য গণতান্ত্রিক নির্বাচনী ব্যবস্থা গড়ে তুলতে পারেনি। তাই সংঘাত-সংঘর্ষ থেকে দেশকে রক্ষা করতে সরকারকে অবিলম্বে পদত্যাগ করার আহ্বান জানাই।’

বাম গণতান্ত্রিক জোটের চট্টগ্রামের সমন্বয়ক ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) ইনচার্জ আল কাদেরী জয়ের সভাপতিত্বে ও সদস্য জসিম উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন কমিউনিস্ট পার্টির সভাপতি অশোক সাহা ও বাসদের (মার্কসবাদী) সমন্বয়ক শফিউদ্দিন কবির আবিদ।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইসি/এনএস

চট্টগ্রাম বাম গণতান্ত্রিক জোট বাম জোট

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর