Thursday 03 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নির্বাচনে অংশ না নিলে ফলাফল নিয়ে প্রশ্ন নয়’

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ নভেম্বর ২০২৩ ২০:১২ | আপডেট: ১১ নভেম্বর ২০২৩ ০০:৪৪

চট্টগ্রাম ব্যুরো: নির্বাচনে অংশ নেওয়ার আগেই ফলাফল নিয়ে প্রশ্ন তোলা অবান্তর বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর ১৪ দলের সমন্বয়ক খোরশেদ আলম সুজন।

শুক্রবার (১০ নভেম্বর) বিকেলে নগরীর দারুল ফজল মার্কেটে নগর আওয়ামী লীগের কার্যালয়ে ১৪ দলের এক সভায় তিনি এ মন্তব্য করেন।

সভায় খোরশেদ আলম সুজন বলেন, ‘অবরোধের নামে বিএনপি-জামাত সারাদেশে যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে, তার থেকে উত্তরণের একমাত্র উপায় হচ্ছে নির্বাচন। সংবিধানে যেভাবে বলা আছে সেভাবে নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ করছি। যারা নির্বাচনে আসবে না, তাদের নির্বাচনের ফলাফল নিয়ে প্রশ্ন তোলার কোনো অধিকার নেই। আবার নির্বাচনে অংশ নেওয়ার আগেই ফলাফল নিয়ে প্রশ্ন তোলা অবান্তর।’

‘নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে কী কী করা যায় সেটা নিয়ে মত দিতে পারে। নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলাপ-আলোচনা করতে পারে। কিন্তু সেটা না করে পুলিশ হত্যা, জ্বালাও-পোড়াও, অগ্নিসংযোগ যারা করে এবং যারা দেশের দুশমনদের সঙ্গে হাত মেলায়, তারা কখনোই দেশের বন্ধু হতে পারে না। তাদের বিরুদ্ধে আমাদের সবাইকে সতর্ক হতে হবে।’

সভায় নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘দেশি এবং বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে দেশে অসাংবিধানিক সরকার প্রতিষ্ঠার চেষ্টা করা হচ্ছে। স্বাধীনতার চেতনা, গণতন্ত্র এবং জাতীয় উন্নয়নের ধারাবাহিকতার জন্য এ ধরনের কোনো শক্তির সঙ্গে আপস করা চলবে না। কোনো অবস্থাতেই সংবিধান বহির্ভূত পন্থায় নির্বাচন করা যাবে না। সারা পৃথিবীর গণতান্ত্রিক রাষ্ট্রগুলোতে যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশেও ঠিক একইভাবে নির্বাচন হতে হবে।’

বিজ্ঞাপন

সভায় আরও বক্তব্য দেন— জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জসিমুদ্দিন বাবুল ও সদস্য বেলায়েত হোসেন, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক শরীফ চৌহান, কেন্দ্রীয় ন্যাপের সদস্য মিটুল দাশগুপ্ত, কেন্দ্রীয় গণআজাদী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম আশরাফী, ন্যাপ মহানগর কমিটির সভাপতি বাপন দাশগুপ্ত ও সাধারণ সম্পাদক ফয়েজ উল্লাহ মজুমদার ও গণআজাদী লীগ মহানগরের সাধারণ সম্পাদক খোরশেদ আলম।

সারাবাংলা/আরডি/এনএস

১৪ দলীয় জোট খোরশেদ আলম সুজন চট্টগ্রাম টপ নিউজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর