Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৬ মিনিটে কক্সবাজার থেকে রামু গেলেন প্রধানমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ নভেম্বর ২০২৩ ১৬:৩২

জানালা দিয়ে রেললাইনের পাশে দাঁড়িয়ে থাকা জনতার উদ্দেশে হাত নাড়ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছবি: সংগৃহীত

কক্সবাজার: কক্সবাজার থেকে ট্রেনে করে রামু গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কক্সবাজারের আইকনিক রেলস্টেশন থেকে ১২ কিলোমিটারের এই পথ পাড়ি দিতে সময় লেগেছে ২৬ মিনিট।

শনিবার (১১ নভেম্বর) দুপুর ১টা ৫৪ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী ট্রেনটি রামু স্টেশনে পৌঁছায়। এর আগে, দুপুর ১টা ২৮ মিনিটে কক্সবাজার রেলস্টেশন ত্যাগ করে ট্রেনটি।

এই যাত্রা পথে অন্য বগিতে থাকা যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় ট্রেনে সাংবাদিকদের তিনি বলেন, ‘দীর্ঘদিনের দাবি ছিল কক্সবাজার রেলপথের। কক্সবাজারে দীর্ঘ সমুদ্র সৈকত আছে। অথচ পর্যটনকেন্দ্রটা ভালোভাবে গড়ে তোলা যায়নি।’

তিনি আরও বলেন, ‘অবহেলিত ছিল মহেশখালী। বিদ্যুৎকেন্দ্র, গভীর সমুদ্র বন্দর ও অর্থনৈতিক অঞ্চল করছি। ট্রান্স এশিয়ান রেলওয়ের সঙ্গে সংযুক্ত হবে, এটাই লক্ষ্য। এসব বিবেচনা করে এই রেলপথ করার সিদ্ধান্ত নেই। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে যেন এই রেলপথ সংযুক্ত হয় সে ব্যবস্থা করব।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কক্সবাজার স্টেশন ঘুরে দেখান রেলপথ মন্ত্রী, রেল সচিব এবং রেলের মহাপরিচালক, ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কক্সবাজার স্টেশন ঘুরে দেখান রেলপথ মন্ত্রী, রেল সচিব এবং রেলের মহাপরিচালক, ছবি: সংগৃহীত

এর আগে, শনিবার (১১ নভেম্বর) দুপুর ১টায় চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পর আইকনিক রেলস্টেশনে প্রবেশ করেন তিনি। এসময় প্রধানমন্ত্রীকে নতুন স্টেশনটি ঘুরে দেখান রেলমন্ত্রী, রেল সচিব ও রেলের মহাপরিচালক। এরপর রেলস্টেশনের টিকিট কাউন্টার থেকে টিকিট কাটেন এবং পতাকা উড়ান ও হুইসেল বাজান। তারপর প্রধানমন্ত্রী ট্রেনে চড়ে রামুতে যান।

বিজ্ঞাপন

এ সময় রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন, তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরীও প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ছিলেন।

সারাবাংলা/ওএফএইচ/এনএস

কক্সবাজার প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিজ্ঞাপন

বাঘায় কৃষককে গলা কেটে হত্যা
২৩ নভেম্বর ২০২৪ ১৬:৪৩

আরো

সম্পর্কিত খবর