Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সহিংসতা পরিহার করে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ নভেম্বর ২০২৩ ১৯:৪৫

ঢাকা: বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. ইব্রাহিম সহিংসতা পরিহার করে সরকার পতনের আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য ১২ দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে আন্দোলনের কৌশল পাল্টিয়ে নতুন কৌশল গ্রহণ করতে বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক করার জন্য ১২ দলীয় জোটের শীর্ষ নেতাদের প্রতি তিনি আহ্বান জানান।

শনিবার (১১ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে ‘আজ্ঞাবহ নির্বাচন কমিশনের পদত্যাগ ও সরকারের পদত্যাগে’ ১ দফা দাবি শীর্ষক আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান।

বিজ্ঞাপন

মেজর জেনারেল (অব.) ইব্রাহিম বলেন, ‘যুদ্ধ ক্ষেত্রে নতুন নতুন কৌশল অবলম্বন করতে হয়। বুকে সাহস রাখতে হয়। তাই নিরস্ত্র জনগণকে বুকে সাহস নিয়ে লড়াই করতে হবে।’

তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন, ‘ক্রমান্বয়ে দেশ গৃহযুদ্ধের দিকে যাচ্ছে। এই গৃহযুদ্ধ থেকে দেশকে বাঁচান।’

কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বলেন, ‘যতই বাধা-বিপত্তি আসুক কর্মসূচি অব্যাহত থাকবে। রাজপথ থেকে পিছু হটার আর সুযোগ নেই।’

এ সময় তিনি আওয়ামী লীগকে সব বিরোধীদলের সঙ্গে আলোচনার মাধ্যমে রাজনৈতিক রূপরেখা নির্ধারণের দাবি জানান।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মো. সাইফুল হক আগামী নির্বাচনের তফসিল ঘোষণা স্থগিত রাখতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘বিরোধী দলের ওপর ক্ষমতাসীনদের দমন নিপীড়ন প্রমাণ করে তাদের রাজনৈতিক পরাজয় ঘটেছে। সরকার দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে।’

সম্প্রতি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করা করেছে সে জন্য একটি নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করে সঠিক তথ্য জাতির সামনে তুলে ধরার দাবি করেন তিনি। তিনি এ প্রসঙ্গে বলেন, ‘তদন্ত করে দেখুন বিরোধীদলের কোনো কর্মী বাসে আগুন দেয়নি। হয়ত কোনো এজেন্সি আগুন দিয়েছে।’

বিজ্ঞাপন

সাইফুল হক সরকারকে উদ্দেশ্য করে বলেন, ‘যেহেতু সংসদে আপনারা আছেন। তাই নিরপেক্ষ নির্বাচন করার জন্য সংবিধানিকভাবে আপনারা একটি ব্যবস্থা নিতে পারেন। এতে আপনাদের মঙ্গল হবে।’

তিনি আরও বলেন, ‘সরকারের পতানো নির্বাচনে অংশগ্রহণ করার জন্য কিছু বেকুব গর্দভ লাইন ধরেছে। তারা জানে না এই সরকার নীল নকশার নির্বাচন করে রক্ষা পাবে না। তারা নির্বাচনে অংশগ্রহণ করবে আর কোরবানি হবে।’

সাইফুল হক বলেন, ‘সরকারের নীল নকশার নির্বাচন করার পরিকল্পনা থেকেই প্রমাণ হয় আওয়ামী লীগের মৃত্যু ঘটেছে। আওয়ামী লীগ সরকার ১৫ বছর ধরে উন্নয়ন করেছে অথচ নিরপেক্ষ নির্বাচন দিতে ভয় পায়।’

জাসদ নেতা শহিদ উদ্দিন স্বপন বলেন, ‘সরকার পতনের আন্দোলন থেকে সরে আসার সুযোগ নেই। নির্বাচন কমিশন নির্বাচনের জন্য যে প্রস্তুতি নিয়েছে তা সফল হতে দেওয়া হবে না।’

আলোচনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেনর জাপা একাংশের সভাপতি মোস্তফা জামাল হায়দার ও শাহাদাৎ হোসেনর সেলিম।

সারাবাংলা/এএইচএইচ/একে

আওয়ামী লীগ আন্দোলন কল্যাণ পার্টি সরকার

বিজ্ঞাপন

খেজুর আমদানিতে শুল্ক কমলো
২২ নভেম্বর ২০২৪ ২১:০৮

আরো

সম্পর্কিত খবর