Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাড়ে ৩ ঘণ্টায় রাজধানীতে ৬ বাসে আগুন

সিনিয়র করেসপন্ডেন্ট
১১ নভেম্বর ২০২৩ ২২:৩০

ঢাকা: বিএনপি-জামায়াতের চতুর্থ দফা অবরোধের আগের রাতেই সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা ২৫ মিনিটের মধ্যে রাজধানীর গুলিস্তান, গাবতলী, যাত্রাবাড়ী, আগারগাঁও ও নটরডেম কলেজ এলাকায় মোট ৬ বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ অগ্নিসংযোগের বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।

শনিবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় রাজধানীর গুলিস্তানের সুন্দরব্ন মার্কেটের সামনে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

রাত ৮টা ২০ মিনিটে নটরডেম কলেজ পুলিশ বক্সের সামনে লাল সবুজ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করা হয়।

ফায়ার সার্ভিস জানিয়েছে, নটরডেম কলেজের পুলিশ বক্সের সামনেবাসে আগুন দেওয়ার খবর পেয়ে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়।

এর ১০ মিনিট পর রাত ৮.৩৫ মিনিটে গাবতলী বাসস্ট্যান্ডের সামনে গাবতলী এক্সপ্রেস পরিবহনের (৮ নং) একটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। খবর পেয়ে কল্যাণপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

এদিকে যাত্রাবাড়ীর ফলপট্রি এলাকায় অনাবিল পরিবহনের একটি বাসে আগুন দিয়েছেন দুর্বৃত্তরা।

রাত ৯টা ২৭ মিনিটে ফায়ার সার্ভিস বাসটিতে আগুন লাগার খবর পায়।

ঘটনাস্থলে পোস্তগোলা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করছে।

এ ছাড়া রাজধানীর আগারগাঁওয়ে পঙ্গু হাসপাতালের সামনে বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

শনিবার (১১ নভেম্বর) রাত ১০টা ২৫ মিনিটে বৈশাখী পরিবহনে আগুন লাগানো হয়। একই সময়ে  আগারগাঁওয়ে শিকড় পরিবহনের একটি বাসে আগুন লাগায় দুর্বৃত্তরা।

বিজ্ঞাপন

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রোববার (১২ নভেম্বর) থেকে ফের ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি দিয়েছে বিএনপি ও জামায়াত।

সারাবাংলা/ইউজে/একে

অগ্নিসংযোগ বাসে আগুন

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর