Wednesday 23 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজ সার কারখানা উদ্বোধনে নরসিংদী যাবেন প্রধানমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২৩ ১১:২৩ | আপডেট: ১২ নভেম্বর ২০২৩ ১১:২৭

ছবি: সারাবাংলা

নরসিংদী: নরসিংদীর পলাশে স্থাপিত হয়েছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ পরিবেশ বান্ধব ঘোড়াশাল-পলাশ ইউরিয়ার সার কারখানা। রোববার (১২ নভেম্বর) সাড়ে ১১টায় কারখানাটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে নরসিংদী জেলার বিভিন্ন উপজেলার আরও ১০টি ভবনসহ উন্নয়ন কাজের উদ্বোধনও ঘোষণা করবেন তিনি।

কারখানা উদ্বোধন এবং সুধী সমাবেশ শেষে আজ বিকেলে নরসিংদী জেলা আওয়ামী লীগ আয়োজিত সামাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নরসিংদীর মোছলেহ উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামের বিশাল সমাবেশে কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত থাকবেন।

বিজ্ঞাপন
ছবি: সারাবাংলা

ছবি: সারাবাংলা

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পুরো নিরাপত্তার চাদরে সাজানো হয়েছে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল সার কারাখানা ও সমাবেশ এলাকা। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ঘোড়াশাল এবং নরসিংদীর ভেন্যু। দীর্ঘ ১৯ বছর পর প্রিয় নেত্রীর আগমনে আওয়ামীলীগ নেতা-কর্মীসহ সাধারণ মানুষের মাঝে দেখা দিয়েছে ব্যপক উৎসাহ-উদ্দীপনা।

কারখানাটি চালু হলে দৈনিক ২ হাজার ৮০০ মেট্রিক টন ইউরিয়ার সার উৎপাদন সম্ভব হবে। আর বছরে ৯ লাখ ২৪ হাজার মেট্রিক টন উৎপাদন হবে। যা দেশের মোট সারের চাহিদার ৪০ ভাগ মেটাবে। এতে করে ৭ হাজার ৬০০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।

সারাবাংলা/এসএম/এনএস

ঘোড়াশাল-পলাশ ইউরিয়ার সার কারখানা টপ নিউজ নরসিংদী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর