Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জীবন রক্ষাকারী ওষুধ বিপণনে রোশ ও রেডিয়েন্টের মধ্যে চুক্তি

স্টাফ করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২৩ ২৩:০০

ঢাকা: বাংলাদেশে ক্যান্সার, চোখ ও মস্তিষ্কের জটিল সমস্যাজনিত মারাত্মক রোগের চিকিৎসার বিভিন্ন বিষয়ে সমন্বয় সাধনের উদ্দেশ্যে সুইজারল্যান্ডভিত্তিক বিশ্বের অন্যতম শীর্ষ গবেষণা ভিত্তিক ফার্মাসিউটিক্যাল কোম্পানি এফ. হফম্যান-লা রোশ এবং বাংলাদেশের শীর্ষ ১০ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত ও বিশেষ জীবন রক্ষাকারী ওষুধের শীর্ষ আমদানিকারক রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মধ্যে  চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

রাজধানীর একটি হোটেল রেডিসনে রোববার (১২ নভেম্বর) সন্ধ্যায় এ চুক্তি সাক্ষর হয়।

রোশের সেন্ট্রাল ইস্টার্ন ইউরোপ, তুরস্ক, রাশিয়া, ও ভারত উপমহাদেশ অঞ্চলের এরিয়া হেড (প্রধান কর্মকর্তা) আদ্রিয়ানো ট্রেভে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তার বক্তব্যে তিনি এই নব সহযোগিতার সম্পর্কের সূচনার গুরুত্ব উল্লেখ করে বলেন, এর ফলে নতুন অনেকগুলো সম্ভাবনার দ্বার খুলে যাবে এবং বাংলাদেশের রোগীদের জন্য রোশের উন্নতমানের ইনোভেটিভ ওষুধ পাওয়ার পথ সহজতর হয়ে যাবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান মো. নাসের শাহরিয়ার জাহেদী। তিনি এই যৌথ বিপণনের সূচনাকে বাংলাদেশ ওষুধ শিল্পে নতুন মাইলফলক হিসেবে চিহ্নিত করেন। তিনি আরও বলেন, পারস্পরিক বিশ্বাস ও সহযোগিতার মধ্য দিয়ে এই নতুন সম্পর্কের ফলে বাংলাদেশের ওষুধ শিল্পের পাশাপাশি বৃহত্তর অর্থে দেশ ও দেশের নাগরিক উপকৃত হবে।

পারস্পরিক সহযোগিতার এই সম্পর্ক আরও এক ধাপ এগিয়ে নেওয়ার জন্য রেডিয়েন্ট ও রোশ ক্যান্সারের ওষুধের বিপননে উপযোগী ‘যৌথ বিপণন’ কৌশলের সূচনা করার সিদ্ধান্ত নিয়েছে। এর মাধ্যমে বাংলাদেশের রোগীদের কাছে ক্যান্সারের চিকিৎসায় ব্যবহূত রোশের উন্নতমানের ওষুধ পৌঁছে দেয়ার জন্য রোশ ও রেডিয়েন্ট একযোগে কাজ করবে। নতুন সহযোগিতার সম্পর্কের মাধ্যমে বাংলাদেশে ক্যান্সারের চিকিৎসা বৈশ্বিক মানে উন্নত হওয়ার পথে অনেক দূর এগিয়ে যাবে বলে উভয় কোম্পানি থেকে জানানো হয়।

অন্যদের মধ্যে এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রোশ বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মার্ক হীব ও রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সিনা ইবন জামালি।

সারাবাংলা/জেজে/একে

ওষুধ বিপনন রেডিয়েন্ট রোশ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর