Wednesday 23 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিনাজপুরে দাঁড়িয়ে থাকা ভুট্টাবোঝাই ট্রাকে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ নভেম্বর ২০২৩ ০৯:১৬ | আপডেট: ১৩ নভেম্বর ২০২৩ ১০:৪৬

দিনাজপুর: দিনাজপুর শহরে দাঁড়িয়ে থাকা ভুট্টাবোঝাই করা একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রাকের সামনের কেবিনটি পুড়িয়ে গেছে।

সোমবার (১৩ নভেম্বর) ভোর ৫টায় শহরের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের পাশে আনন্দসাগর এলাকায় এই ঘটনা ঘটে।

জানা গেছে, আনন্দসাগর মুক্তিযোদ্ধা পল্লী এলাকার বাসিন্দা গুলজার হোসেন রোববার রাতে আনন্দসাগর এলাকায় রাস্তার পাশে ভুট্টাবোঝাই করে ট্রাক (ঢাকা মেট্রো ট-১৩-২৮৯৯) পার্কিং করে রেখেছিল। সোমবার ভোর ৫টায় অজ্ঞাত দুর্বৃত্তরা ট্রাকটিতে আগুন লাগিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে কোতয়ালী থানা পুলিশ ও দিনাজপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আগুনে ট্রাকটির সামনের কেবিনের অংশ পুড়ে গেছে। এসময় ট্রাকটিতে কেউ অবস্থান না করায় হতাহত হয়নি।

দিনাজপুর সদর সাকেলে অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুন জানান, ভোরে একটি ভুট্টাবোঝাই করা ট্রাকে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। আমরা তদন্ত কার্যক্রম শুরু করেছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সারাবাংলা/এমও

টপ নিউজ দিনাজপুর ভুট্টাবোঝাই ট্রাক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর