চট্টগ্রাম ব্যুরো: বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের সমর্থনে রাতের আঁধারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রশাসনিক ভবনের গেটে তালা ঝুলিয়ে দিয়েছে ছাত্রদল। সোমবার (১৩ নভেম্বর) রাত ৩টার দিকে কর্মসূচির দ্বিতীয় দিনে তালার সঙ্গে ‘অবরোধ’ লেখা সংবলিত প্ল্যাকার্ড ঝোলানো হয়।
চবি শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন জানান, দেশ বাঁচানো, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া, ফ্যাসিস্ট হাসিনার পদত্যাগ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে প্রশাসনিক ভবনের গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়।
চবির ভারপ্রাপ্ত নিরাপত্তা কর্মকর্তা শেখ মো. আবদুর রাজ্জাক বলেন, প্রশাসনিক ভবনে এমনিতেই রাতে তালা দেওয়া থাকে। তারা আতঙ্ক সৃষ্টির জন্য রাতের অন্ধকারে চুপিচুপি এসে ছোট একটা তালা ঝুলিয়ে চলে গেছে। আমাদের দায়িত্বরত নিরাপত্তা কর্মীরা পরে সে তালা খুলে দিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূরুল আজিম সিকদার বলেন, প্রশাসনিক ভবনে কারা তালা দিয়েছে আমরা জানি না। বিষয়টি তদন্ত করে দেখব।