ঢাকা: চতুর্থ দফায় বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের শেষ দিনে রাজধানীর শনির আখড়ায় বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম মৌমিতা পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পায়।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, শনির আখড়া চৌরাস্তা ব্রিজের উপরে বাসটিতে আগুন লাগানো হয়।
পোস্তাগোলা ফায়ার স্টেশন দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
প্রাথমিকভাবে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।