শ্রবণ প্রতিবন্ধীদের নিয়ে ইন্দো-বাংলা ক্রিকেট টুর্নামেন্ট
১৩ নভেম্বর ২০২৩ ২৩:১২
চট্টগ্রাম ব্যুরো : শ্রবণ প্রতিবন্ধীদের নিয়ে চট্টগ্রামে একটি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। যে টুর্নামেন্টে ভারত ও বাংলাদেশের খেলোয়াড়রা অংশ নেন। খেলায় পশ্চিমবঙ্গ বধির সংঘ চট্টগ্রাম বধির টিমকে হারিয়ে চূড়ান্ত ম্যাচ জিতেছে।
সোমবার (১৩ নভেম্বর) চট্টগ্রাম বিভাগীয় শ্রবণ প্রতিবন্ধী ক্রিকেট অ্যাসোসিয়েশনের আয়োজনে নগরীর সাগরিকা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে এ টুর্নামেন্টের সমাপনী ম্যাচ অনুষ্ঠিত হয়। ইন্দো-বাংলা বধির ক্রিকেট টুর্নামেন্ট নামে এ আয়োজনের সমাপনীতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা মাহবুব রহমান রুহেল।
বক্তব্যে মাহবুব রহমান রুহেল বলেন, ‘চট্টগ্রাম বধির ক্রিকেট অ্যাসোসিয়েশনের এ আয়োজন দু’দেশের বাক প্রতিবন্ধীদের সক্ষমতা যেমন বৃদ্ধি করবে, তেমনি দুই বন্ধুপ্রতীম দেশের মাঝে সম্প্রীতি আরও মজবুত করবে। এই খেলার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে, প্রতিবন্ধী জনগোষ্ঠী সমাজের বোঝা নয়। পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও তারা বেশ ভালো করছে।’
সারাবাংলা/আরডি/পিটিএম