Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠাকুরগাঁও সীমান্ত থেকে নীলগাই উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ নভেম্বর ২০২৩ ২৩:২৪

ঠাকুরগাঁও: জেলার বালিয়াডাঙ্গী উপজেলার কান্তিভিটা সীমান্ত এলাকা থেকে বিলুপ্ত প্রজাতির একটি নীলগাই উদ্ধার করেছে বিজিবি।

সোমবার (১৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে পারিয়া ইউনিয়নের ফকিরভিটা নামক স্থান থেকে প্রাণীটিকে উদ্ধার করা হয়। ঠাকুরগাঁও ৫০ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

ঠাকুরগাঁও ৫০ বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়, সোমবার (১৩ নভেম্বর) বিকেল পৌনে ৩টার দিকে বাংলাদেশের ভেতরে শালডাঙ্গা নামক এলাকায় বণ্যপ্রাণীটিকে স্থানীয়রা দেখতে পায়। পরে খবর পেয়ে বিজিবির সদস্যরা স্থানীয়দের সঙ্গে বিলুপ্ত প্রজাতির নীলগাইটিকে পারিয়া ইউনিয়নের ফকিরভিটা নামক স্থান থেকে উদ্ধার করে। স্থানীয়দের ধারণা, নীলগাইটি ভারত থেকে বাংলাদেশে এসেছে।

ঠাকুরগাঁও ৫০ বিজিবি’র সহকারী পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী বলেন, ‘স্থানীয়দের সহযোগিতায় নীলগাইটিকে উদ্ধার করে জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।’

সারাবাংলা/পিটিএম

উদ্ধার নীলগাই

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর