Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভূমি অপরাধ ও প্রতিকার আইনে রাঙ্গামাটিতে প্রথম মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ নভেম্বর ২০২৩ ২৩:৫৮

রাঙ্গামাটি: ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে রাঙ্গামাটিতে প্রথম মামলা হয়েছে। রাঙ্গামাটি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত মামলাটি দায়ের করেন রাঙ্গামাটির লংগদুর এক বাসিন্দা। জমি সংক্রান্ত এই মামলায় বিবাদী করা হয়েছে আপন চার ভাই, মৌজা হেডম্যান ও ডিসি অফিসের কানুনগোকে।

রোববার (১২ নভেম্বর) রাঙ্গামাটি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কহিনুর আক্তার মামলাটি আমলে নিয়ে রাঙ্গামাটি কোতোয়ালি থানার অফিসার ইনচার্জকে (ওসি) তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার বাদী হলেন- জেলার লংগদু উপজেলার রাঙাপানি ছড়া গ্রামের মৃত হংসমুনি চাকমা। আসামি চার ভাই হলেন- নির নক্স চাকমা, যুব নক্স চাকমা, কুব নক্স চাকমা ও কমল বিকাশ চাকমা। তারা সবাই একই গ্রামের সুরেন্দ্র কুমার চাকমার সন্তান। অন্য দুই আসামি হলেন- রাঙ্গমাটি জেলা প্রশাসক কার্যালয়ের এসএ শাখার কানুনগো মিলন কান্তি চাকমা এবং বাঘাইছড়ি উপজেলার ৩৭৮ নম্বর মারিশ্যা মৌজার হেডম্যান অমিয় কান্তি খীসা।

মামলার বাদীপক্ষের আইনজীবী বিবরণ চাকমা সারাবাংলাকে বলেন, ‘জেলার লংগদুর উপজেলার একটি জায়গার অনেকজন উত্তরাধিকার থাকা শর্তেও চার ব্যক্তি নিজেদের নামে নামজারি করেছেন। এ ঘটনার তথ্য গোপনকারী ও জড়িত হিসেবে ডিসি অফিসের কানুনগো এবং স্থানীয় মৌজা হেডম্যানকে আসামি করা হয়েছে। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে ওসি কোতোয়ালিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। এটি রাঙ্গামাটিতে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন- ২০২৩- এর প্রথম মামলা।’

প্রসঙ্গত, চলতি বছরের ১৮ সেপ্টেম্বর ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন- ২০২৩’ জাতীয় সংসদে পাস হয়েছে। এই আইন পাসের পর রাঙ্গামাটিতে এই প্রথম মামলা হলো।

সারাবাংলা/পিটিএম

ভূমি অপরাধ ও প্রতিকার রাঙ্গামাটি


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর