Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠাকুরগাঁও সীমান্তে বিলুপ্তপ্রায় নীলগাই উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ নভেম্বর ২০২৩ ০৯:৪৩

ঠাকুরগাঁও: জেলার বালিয়াডাঙ্গী উপজেলার কান্তিভিটা সীমান্তে বিলুপ্তপ্রায় প্রজাতির একটি নীলগাই উদ্ধার করেছে বিজিবি। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও ৫০ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী।

গতকাল সোমবার (১৩ নভেম্বর) বিকাল ৩টার দিকে পারিয়া ইউনিয়নের ফকিরভিটা থেকে ওই প্রাণীটিকে উদ্ধার করা হয়।

ঠাকুরগাঁও ৫০ বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়, সোমবার (১৩ নভেম্বর) বিকাল পৌনে ৩টার বাংলাদেশের অভ্যন্তরে শালডাঙ্গা নামক এলাকায় বণ্যপ্রাণীটিকে স্থানীয়রা দেখতে পায়। পরে কান্তিভিটা সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা (বিজিবি) স্থানীয়দের সাথে নিয়ে বিলুপ্ত প্রজাতির নীলগাইটিকে খুঁজতে থাকেন। পরে অনেক খোঁজাখুঁজির পর উপজেলার পারিয়া ইউনিয়নের ফকিরভিটা থেকে নীলগাইটিকে আটক করা হয়। স্থানীয়দের ধারণা নীলগাইটি ভারতে থেকে বাংলাদেশে প্রবেশ করেছে।

ঠাকুরগাঁও ৫০ বিজিবি’র সহকারী পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী বলেন, ‘স্থানীয়দের সহযোগিতায় নীলগাইটিকে উদ্ধার করে জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।’

সারাবাংলা/এমও

নীলগাই

বিজ্ঞাপন

এনসিপির ‘শৃঙ্খলা কমিটি’ গঠন
২১ এপ্রিল ২০২৫ ০০:০৭

আরো

সম্পর্কিত খবর