Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডোনাল্ড লু’র চিঠি তফসিলে প্রভাব ফেলবে না: ইসি সচিব

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ নভেম্বর ২০২৩ ১৫:০৯

ঢাকা: বাংলাদেশের প্রধান তিন রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে চিঠি দিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। এই চিঠিতে তফসিল ঘোষণার বিষয়ে কোনো প্রভাব পড়বে না বলে সাফ জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো জাহাংগীর আলম।

মঙ্গলবার (১৪ নভেম্বর) নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সচিব এসব কথা বলেন।

ভোট পিছিয়ে সংলাপের জন্য চিঠি পাঠিয়েছে ডোনাল্ড লু এই বিষয়ে ইসি কনসার্ন কি, তফসিলে প্রভাব পড়বে কি- এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, “অবশ্যই না। ডোনাল্ড লু’র চিঠি সংলাপের কিনা এই বিষয়ে কমিশন অবগত নয়। কমিশন তার নিজস্ব গতিতে সাংবিধানিক আলোকে যেভাবে রোড ম্যাপ প্রস্তুত করেছে, সেইভাবে কাজ করবে।”

উল্লেখ, ডোনাল্ড লুর চিঠিতে বলা হয়েছে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করে যুক্তরাষ্ট্র। চিঠিতে শর্তহীন সংলাপের আহ্বানও জানানো হয়েছে।

সারাবাংলা/জিএস/এমও

ইসি সচিব টপ নিউজ তফসিল

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর