Sunday 18 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪ শিশুকে যৌন নির্যাতনের চেষ্টা, মাদরাসার শিক্ষক গ্রেফতার

স্টাফ করেস্পন্ডেন্ট
১৪ নভেম্বর ২০২৩ ১৬:০৪ | আপডেট: ১৪ নভেম্বর ২০২৩ ১৬:০৯

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর একটি মাদরাসার চার শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতনের চেষ্টার অভিযোগে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ নভেম্বর) রাতে বন্দর থানার কলসীদিঘীর পাড় এলাকার মার্কাজুল হুফফাজ মাদরাসার হলরুমের ভেতর থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত ওই মাদরাসা শিক্ষকের নাম ওমর ফারুক (২১)। তিনি বাঁশখালী উপজেলার কাথারিয়া এলাকার বাসিন্দা।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা সারাবাংলাকে জানান, অভিযুক্ত ওই শিক্ষক মাদরাসার চার শিক্ষার্থীকে হাত-পা টিপানোর নাম দিয়ে পর্যায়ক্রমে যৌন নির্যাতন করার চেষ্টা করেন। এর মধ্যে এক শিক্ষার্থী তার পরিবারকে বিষয়টি জানালে তারা মাদরাসার পরিচালককে বিষয়টি জানান। এরপর সবাই মিলে ওই শিক্ষককে জিজ্ঞাসাবাদ করলে তিনি যৌন নির্যাতনের বিষয়টি স্বীকার করেন। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ওমর ফারুক মাদরাসার শিক্ষার্থীদের যৌন নির্যাতনের চেষ্টার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করা হয়েছে। তাকে আদালতের মাধ্যেমে কারাগারে পাঠানো হয়েছে।

সারাবাংলা/আইসি/এনএস

চট্টগ্রাম যৌন নির্যাতন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর