Sunday 06 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিকাশ পেমেন্টে হোটেল ও বিমান টিকেট বুকিংয়ে ৬৫% পর্যন্ত ছাড়

সারাবাংলা ডেস্ক
১৪ নভেম্বর ২০২৩ ১৬:৪৪

ঢাকা: ভ্রমণের এই মৌসুমে প্রিয়জনদের সঙ্গে কিংবা নিজের মতো করে ছুটি কাটানো আরও আকর্ষণীয় ও সাশ্রয়ী করতে গো জায়ানে বিকাশ পেমেন্টে রয়েছে ৬৫ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট। নির্দিষ্ট হোটেল ও রিসোর্ট বুকিংয়ে গ্রাহকরা পাচ্ছেন এই আকর্ষণীয় ডিসকাউন্ট। পাশাপাশি, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ভ্রমণে বিমান টিকেট বুকিংয়ের ক্ষেত্রেও আছে ১২ শতাংশ পর্যন্ত ছাড়।

১ নভেম্বর থেকে শুরু হওয়া এই অফারটি চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। অফার চলাকালীন দেশের ভেতরের নির্দিষ্ট হোটেল ও রিসোর্ট বুকিংয়ে এবং দেশ-বিদেশের নির্দিষ্ট এয়ারলাইন্স ও রুটের ক্ষেত্রে অফারটি উপভোগ করা যাবে। গো জায়ান ওয়েবসাইট, অ্যাপ বা বিকাশ ইন-অ্যাপ পেমেন্ট সার্ভিস ব্যবহার করে ডিসকাউন্ট উপভোগ করা যাবে। অফারটি পেতে পছন্দের হোটেল, রিসোর্ট বা এয়ারলাইন্স সিলেক্ট করে যাত্রীর প্রয়োজনীয় তথ্য দিয়ে ভ্রমণের তারিখ ও সময় নির্ধারণ করতে হবে। এরপর শর্তাবলি দেখে নিশ্চিত করলে পেমেন্ট অপশনে নিয়ে যাবে। পেমেন্ট অপশন থেকে বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে হবে।

বিজ্ঞাপন

বিকাশ গ্রাহক অফার চলাকালীন প্রাপ্যতার ভিত্তিতে যেকোনো তারিখে হোটেল ও রিসোর্ট বুকিং করতে পারবেন। ভ্রমণের তারিখ পরিবর্তন কিংবা রিফান্ড পলিসি নির্দিষ্ট এয়ারলাইন্সের নিয়ম অনুযায়ী হবে।

বিকাশ অ্যাপ অথবা ইউএসএসডি কোড *২৪৭# ডায়াল করে পেমেন্টে করে এই অফারগুলো নিতে পারেন গ্রাহকরা। এই ক্যাম্পেইন সম্পর্কে বিস্তারিত জানা যাবে বিকাশের ওয়েবসাইট https://www.bkash.com/campaign/go-zayaan-nov ও অফিসিয়াল ফেসবুক পেজে।

সারাবাংলা/ইআ

বিকাশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর