Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানবাধিকার নিয়ে প্রতারণা করা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা

সিনিয়র করেসপন্ডেন্ট
১৪ নভেম্বর ২০২৩ ১৯:০৮

ঢাকা: ‘মানবাধিকার একটি বিস্তৃত ধারণা। মানবাধিকার সুরক্ষায় বিভিন্ন সংস্থা বেশ কার্যকর কাজ করে যাচ্ছে। অন্যদিকে, মানবাধিকারের নামে জনগণের কাছ থেকে চাঁদা আদায় করা, প্রতারণা করা সংস্থার বিরুদ্ধে আমাদের কাছে অভিযোগের পরিমাণও বেড়েছে। তাই জনস্বার্থে এসব প্রতারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে যথাযথ আইনগত প্রক্রিয়া গ্রহণ করতে হবে।’

মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকাল ৩টায় জাতীয় মানবাধিকার কমিশনের সম্মেলন কক্ষে বিভিন্ন নিবন্ধন প্রদানকারী প্রধানদের সঙ্গে এক আলোচনা সভায় কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন এসব কথা বলেন। বাংলাদেশ জাতীয় মানবাধিকার কমিশনের উপপরিচালক (জনসংযোগ) ফারহানা সাঈদ এ তথ্য জানান।

কমিশনের চেয়ারম্যান বলেন, ‘যেসব সংস্থা মানবাধিকারের নামে ব্যবসা করছে, টাকার বিনিময়ে সদস্যপদ, পরিচয় পত্র প্রদান করছে এবং দেশের ভাবমূর্তি বিনষ্ট করছে, তাদের নিবন্ধন বাতিল করা হবে।’

সভায় বক্তব্য দেন— কমিশনের সার্বক্ষণিক সদস্য মো. সেলিম রেজা, জাতীয় মানবাধিকার কমিশনের সচিব (ভারপ্রাপ্ত) মো. আশরাফুল আলম, উপপরিচালক এম রবিউল ইসলাম, মো. মোস্তফা কামাল মজুমদার, মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব), যুব উন্নয়ন অধিদফতর, তপন কুমার বিশ্বাস, পরিচালক (অতিরিক্ত সচিব) ও এনজিও বিষয়ক ব্যুরোসহ আরও অনেকে।

সারাবাংলা/ইউজে/এনএস


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর