ঢাকা: পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আগামীকাল বুধবার (১৫ নভেম্বর) আশুলিয়ার সব কারখানা খুলে দেওয়া হবে বলে জানিয়েছে পোশাক কারখানার মালিকদের সংগঠন বিজিএমইএ।
মঙ্গলবার (১৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান এ তথ্য জানিয়েছেন।
বিজিএমইএ সভাপতি বলেন, সবার সহযোগিতায় দেশের পোশাক শিল্প অধ্যুষিত সব এলাকায় বর্তমানে সুষ্ঠূ ও শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। কারখানাগুলোতে পুরোদমে উৎপাদন কার্যক্রম চলছে। আজ কোনো কারখানায় শ্রম অসেন্তোষের সংবাদ আমরা এখনো শুনতে পাইনি।
ফারুক হাসান আরও বলেন, বিজিএমইএর আহ্বানে সাড়া দিয়ে আশুলিয়ায় বন্ধ থাকা পোশাক কারখানার শ্রমিকরা কাজ করতে চান। শ্রমিকরাও মালিকদের আশ্বস্ত করেছে, কারখানাগুলো খুলে দেওয়া হলে তারা সুষ্ঠুভাবে কাজ করবেন। তাই আগামীকাল (বুধবার) আশুলিয়ার সব বন্ধ কারখানা খুলে দেওয়া হবে।
বিজিএমইএর আহ্বানে সাড়া দিয়ে কাশিমপুর ও কোনাবাড়ী এলাকায় বন্ধ তিনটি পোশাক কারখানার শ্রমিকরা কাজ করতে চান জানিয়ে বিজিএমইএ সভাপতি বলেন, তাদের চাওয়া অনুযায়ী কারখানা তিনটি খুলে দেওয়া হয়েছে। ফলে বর্তমানে কাশিমপুর ও কোনাবাড়ী এলাকার সব কারখানায় স্বাভাবিকভাবে উৎপাদন কার্যক্রম চলছে।
মিরপুরের এখনো কিছু পোশাক কারখানা বন্ধ আছে উল্লেখ করে বিজিএমইএর এই শীর্ষ নেতা বলেন, এই কারখানাগুলোতে আলোচনা চলছে। শ্রমিক ভাইবোনরা কাজ করতে চাইলে এবং পরিস্থিতি স্বাভাবিক হলে কারখানাগুলো খুলে দেওয়া হবে।