Wednesday 20 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪৮ প্রতিষ্ঠানের আইএসপি লাইসেন্স বাতিল করল বিটিআরসি

সিনিয়র করেসপন্ডেন্ট
১৪ নভেম্বর ২০২৩ ২২:১৫

ঢাকা: ইন্টারনেট সেবাদাতা ৪৮ প্রতিষ্ঠানের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) লাইসেন্স বাতিল করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এসব প্রতিষ্ঠানকে আগামী ১০ দিনের মধ্যে আইএসপি লাইসেন্স বিটিআরসিতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (১২ নভেম্বর) বিটিআরসির লাইসেন্সিং শাখার পরিচালক মো. নুরন্নবীর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মঙ্গলবার (১৪ নভেম্বর) বিজ্ঞপ্তিটি বিটিআরসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৮টি প্রতিষ্ঠানের নামের পাশে উল্লিখিত ক্যাটাগরির আইএসপি লাইসেন্স যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সমর্পণ হিসেবে বাতিল করা হলো। ওই লাইসেন্সসমূহের অধীনে যেকোনো কার্যক্রম সম্পাদন করা হবে অবৈধ ও বিটিআরসি আইন, ২০০১-এর অধীন শাস্তিযোগ্য অপরাধ।

এসব প্রতিষ্ঠানের নির্ধারিত ক্যাটাগরির আইএসপি লাইসেন্সের সঙ্গে যেকোনো ধরনের টেলিযোগাযোগ চুক্তি সম্পাদন, সেবা গ্রহণ-প্রদান এবং আর্থিক লেনদেন থেকে বিরত থাকার অনুরোধ করা হলো। একই সঙ্গে বিজ্ঞপ্তি জারির ১০ দিনের মধ্যে আইএসপি লাইসেন্স কমিশন বরাবর সমর্পণের নির্দেশনা দেওয়া হলো (প্রযোজ্য ক্ষেত্রে)।

৪৮টি আইএসপির তালিকা দেখুন এখানে—

সারাবাংলা/ইএইচটি/এনইউ

৪৮ প্রতিষ্ঠান আইএসপি টপ নিউজ বাতিল বিটিআরসি লাইসেন্স

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর