বন্ধ সব পোশাক কারখানা খুলবে কাল
১৫ নভেম্বর ২০২৩ ১৭:৪৬
ঢাকা: চলমান শ্রমিক আন্দোলনে বন্ধ হয়ে যাওয়া মিরপুরের কয়েকটি গার্মেন্টস ছাড়া দেশের বেশিরভাগ পোশাক কারখানা খুলে গেছে। বুধবার আশুলিয়ার সব বন্ধ কারখানা খুলে দেওয়া হয়েছে। সেগুলোতে স্বাভাবিক উৎপাদন কার্যক্রম চলছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) মিরপুর ও অন্যান্য সব জায়গার বন্ধ পোশাক কারখানা খুলে দেওয়া হবে।
বুধবার (১৫ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।
বিজ্ঞপ্তিতে ফারুক হাসান বলেন, ‘দেশের পোশাক শিল্প অধ্যুষিত সব এলাকায় বর্তমানে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। কারখানাগুলোতে পুরোদমে উৎপাদন কার্যক্রম চলছে। আজ কোনো কারখানায় শ্রমিক অসন্তোষের সংবাদ আমরা এখনও শুনতে পাইনি। শ্রমিকদের কর্মচাঞ্চল্যে শিল্প এলাকাগুলো ভরপুর।’
তিনি বলেন, ‘পোশাক কারখানাগুলোর শ্রমিক ভাইবোনরা কাজে ফিরতে আগ্রহ প্রকাশ করায় এবং তাদের সুষ্ঠুভাবে কাজ করার বিষয়ে মালিকদের আশ্বস্তের পরিপ্রেক্ষিতে বুধবার আশুলিয়ার সব বন্ধ পোশাক কারখানা খুলে দেওয়া হয়েছে। কারখানাগুলোতে স্বাভাবিকভাবে উৎপাদন কার্যক্রম চলছে।’
বিজিএমইএ সভাপতি বলেন, ‘মিরপুরের বন্ধ হওয়া কারখানাগুলো খুলে দেওয়ার বিষয়ে গতকাল ১৪ নভেম্বর ও আজ ১৫ নভেম্বর আলোচনা হয়েছে। দু’দিনের আলোচনায় শ্রমিক ভাইবোন, শ্রমিক সংগঠন, স্থানীয় রাজনৈতিক নেতা, প্রশাসন, শিল্প পুলিশ, গণমাধ্যমগুলো জানিয়েছে মিরপুরের বন্ধ হওয়া কারখানাগুলোর শ্রমিকরা কাজে ফিরতে চান। তাই আগামীকাল মিরপুর ও অন্যান্য সব জায়গার বন্ধ পোশাক কারখাগুলো খুলে দেওয়া হবে।’
তিনি বলেন, ‘আমাদের উদ্যোক্তাদেরও ধন্যবাদ জানাই এজন্য যে, শিল্প যখন একটি কঠিন সময় অতিক্রম করছে, পোশাক শিল্পের আকাশে অশনি সংকেত দেখা দিয়েছে – এরকম একটি নাজুক সময়ে বিভিন্ন সীমাবদ্ধতার মধ্যে থেকেও উদ্যোক্তারা অর্থনীতি ও শ্রমিক ভাইবোনদের কর্মসংস্থানের খাতটিকে সুরক্ষিত রাখতে অত্যন্ত ধৈর্য্য ধারণ করেছেন। ইনশাল্লাহ, আমরা প্রত্যেক উদ্যোক্তা আগামী ১ ডিসেম্বর থেকে নতুন মজুরি কাঠামো বাস্তবায়ন করতে প্রতিশ্রুতিবদ্ধ।‘
আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে তিনি আরও বলেন, ‘পোশাক কারখানাসহ সবধরনের শিল্প প্রতিষ্ঠানকে নিরাপত্তা প্রদান করুন। এলাকায় সুষ্ঠু আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করুন। সর্বোপরি, জানমালের নিরাপত্তায় কঠোর পদক্ষেপ নিতে হবে। তবে এতে করে কোনো শ্রমিক ভাইবোন বা কর্মচারী এবং মালিক যেন হয়রানির শিকার না হন- সে বিষয়ে সতর্ক থেকে কাজ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।’
সারাবাংলা/ইএইচটি/পিটিএম