Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্ব ইজতেমা: প্রথম দফা ২-৪ ও দ্বিতীয় দফা ৯-১১ ফেব্রুয়ারি

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ নভেম্বর ২০২৩ ১৮:০৯

ঢাকা: আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের ২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা। গত বছরের মতো এবারও দুই দফায় তুরাগ তীরে ইজতেমা অনুষ্ঠিত হবে। প্রথম দফা ২ থেকে ৪ ফেব্রুয়ারি। আর দ্বিতীয় দফা ৯ থেকে ১১ ফেব্রুয়ারি।

বুধবার (১৫ নভেম্বর) সচিবালয়ে বিশ্ব ইজতেমা সংশ্লিষ্ট সব তাবলিগ জামাত প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেই বৈঠকে বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ করা হয়। পরে সংবাদ ব্রিফিংয়ে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে অনুষ্ঠিত ইজতেমায় সারা বিশ্ব থেকে মুসল্লিরা আসেন। সেখানে লাখো মুসুল্লি উপস্থিত হন। এবারও আমাদের বাধ্য হয়ে দুই গ্রুপকে দুই বার ইজতেমা করার অনুমতি দিতে হয়েছে। মাওলানা যোবায়ের ও মাওলানা ওয়াসিমুল ইসলাম দুই জন নেতা। প্রতিবারই কে আগে করবেন কে পরে করবেন সেটা নিয়ে সিদ্ধান্ত নিতে পারেন না। সেজন্য তারা আমাদের কাছে ছুটে আসেন। এবারও আসছেন। আমরা বলছি, সকলে একমত হয়ে আমাদের বলেন। তারা এ বিষয়ে ঐক্যমতে পৌঁছতে না পারায় আমাদের বলেছেন। পরে আমরা সময় নির্ধারণ করে দিয়েছি। আমাদের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তারা।’

তিনি বলেন, ‘সিদ্ধান্ত অনুযায়ী, ২,৩ ও ৪ ফেব্রুয়ারি প্রথম দফা ইজতেমা অনুষ্ঠিত হবে। এই সময়ে ইজতেমা করবেন মাওলানা যোবায়ের এর গ্রুপ। আর দ্বিতীয় দফা অনুষ্ঠিত হবে ৯,১০ ও ১১ ফেব্রুয়ারি। এটি হবে মাওলানা ওয়াসিমুল ইসলামের নেতৃত্বে। বাকি সিদ্ধান্ত নেবে প্রশাসন। কীভাবে শৃঙ্খলা বজায় থাকবে। এসব বিষয় তারা দেখবেন। সবাই যেন মিলে-মিশে কাজ করতে পারেন সেটা আমরা বলে দিয়েছি। মসজিদ কর্তৃপক্ষ যেন নিরপেক্ষ থাকে সে বিষয়ও বলেছি।’

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘বছরের পর বছর চেষ্টা করেছি। তাদের দুই গ্রুপকে ভারতেও পাঠিয়েছি। তাদের মত পার্থক্য এত গভীরে যে, দুই গ্রুপকে একত্রিত করা যাচ্ছে না। দুই জন এক প্লেটে ভাত খাওয়া মানুষ। আবার ইজতেমা প্রসঙ্গে যখন সামনে আসেন তখন মারমুখী হয়ে ওঠেন।’

তিনি আরও বলেন, ‘এটি ৫৬তম ইজতেমা। আমরা বলেছি গত বছরের মতো করতে। এবার আমাদের নির্বাচন রয়েছে। তাদের যেসব অমিমাংসীত বিষয় রয়েছে সেগুলো নতুন সরকার এলে সমাধান করবে।

সারাবাংলা/জেআর/পিটিএম

বিশ্ব ইজতেমা


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর