ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে বাম গণতান্ত্রিক জোট আগামীকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দুপুর ২ টা পর্যন্ত সারাদেশে হরতাল কর্মসূচি ঘোষণা করেছে। সেইসঙ্গে নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পর পরই সারাদেশে বিক্ষোভ কর্মসূচি করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে এই কর্মসূচি ঘোষণা করে দলটি।
উল্লেখ্য, সম্প্রতি বাম গণতান্ত্রিক জোট আয়োজিত সংবাদ সম্মেলনে নেতারা বলেছিলেন, তফসিল ঘোষণার পর পরই বিক্ষোভ মিছিল এবং তার পরের দিন থেকে সরকার পতন না হওয়া পর্যন্ত লাগাতার হরতাল ও অবরোধ কর্মসূচি পালন করবে তারা।