Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সহিংসতা মোকাবেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ নভেম্বর ২০২৩ ১৮:৪৮

ঢাকা: তফসিল ঘোষণার পর বিএনপির সহিংসতা মোকাবিলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার (১৫ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপি ২০১৪ ও ২০১৫ সালে অগ্নিসংযোগ করেছে, সহিংসতা করেছে। ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়ে প্রধানমন্ত্রীকে হত্যা করতে চেয়েছে। তারা এটা জেনে গেছেন, বুঝে গেছেন, জনগণ দলটি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তারা জানে জনগণ তাদের ভোট দেবে না। সেটা জেনেই তারা এমন সহিংসতা করছে। তারা কখনো পুলিশ মারছে, কখনো আনসার মারছে। এসব করছে জনবিচ্ছিন্ন হয়ে।’

বিএনপির এক নেতা বলেছেন, তফসিল ঘোষণা করলে দেশে গৃহযুদ্ধ লাগবে। এ বক্তব্যোর প্রতিক্রিয়ায় বলেন, ‘৫০/৫০ হলে যুদ্ধ হয়। এখানে তো এক/১০০। তাই যুদ্ধ লাগবে না। আওয়ামী লীগ ও অনান্য দল মনে করে জনগণের প্রতিশ্রুতিই প্রধান। আমরা ও প্রধানমন্ত্রী এতেই বিশ্বাস করেন। বিগত সময়ের মতোই তারা সহিসংতা করছে। জনগণ এসব পছন্দ করছে না। তারা যখন প্রতিরোধ গড়ে তুলবে, ঘুরে দাঁড়াবে, তখন এসব থাকবে না। নিরাপত্তাবাহিনী প্রস্তুত। তারা অনেক দক্ষ। তফসিল ঘোষণার পরই আইন-শৃঙ্খলা বাহিনী তাদের আওতায় কাজ শুরু করবে।’

সারাবাংলা/জেআর/পিটিএম

ঘোষণা তফসিল পুলিশ মোতায়েন মোকাবিলা সহিংসতা


বিজ্ঞাপন
সর্বশেষ

‘তুফান’ আসছে হিন্দি ভাষায়
৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৪৯

সম্পর্কিত খবর