ঢাকা: দেশ ও জাতির স্বার্থে জাতীয় পার্টি (জাপা) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাপার প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ।
বুধবার (১৫ নভেম্বর) রাতে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সারা বাংলাকে টেলিফোনে এ কথা বলেন তিনি।
রওশন এরশাদ বলেন, জাতীয় পার্টি দেশ ও জাতির কল্যাণে রাজনীতি করে। আমাদের দল সংসদ বর্জন করে না এবং নির্বাচনও বর্জন করে না। আমরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করব। এজন্য আমাদের সব প্রস্তুতি রয়েছে। আশা করব সব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে। আমি সব দলকে নির্বাচনে অংশগ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি।
তিনি বলেন, দেশ যাতে সাংবিধানিক সংকটে না পড়ে সেজন্য অতীতেও দেশ ও জাতির স্বার্থে আমরা নির্বাচন করেছি। আমাদের দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহাম্মদ এরশাদ ৯০ সালে স্বেচ্ছায় ক্ষমতা হস্তান্তর করেন। তিনি মুক্তিযোদ্ধাদের দেশের শ্রেষ্ঠ সন্তান হিসেবে খেতাব দিয়েছেন। তার শাসনামলে দেশের অনেক উন্নয়ন হয়েছে। যা দৃশ্যমান।